তিন ম্যাচ পর একাদশে ফিরে খরুচে রিশাদ

rishad hossain

এবার পিএসএলে রিশাদ হোসেনের সময়টা কাটছে অম্লমধুর। প্রথম দুই ম্যাচে দারুণ বল করে একাদশে জায়গা পাকা করে ফেলেছিলেন। পরে সেই ধারা ধরে রাখতে না পেরে বাইরে চলে যান। তিন ম্যাচ পর ফিরেও খরুচে থাকলেন বাংলাদেশের লেগ স্পিনার।

করাচিং কিংসের বিপক্ষে রোববার রাতে লাহোর কালান্দার্সের একাদশে সুযোগ পান রিশাদ। একটা উইকেট পেলেও তিন ওভারে তিনি দিয়ে দেন ২৮ রান। বৃষ্টির কারণে ডিএলএস মেথডে ১৫ ওভারে নির্ধারিত ১৬৮ রানের লক্ষ্য করাচি কিংস জেতে ৪ উইকেটে।

আগে ব্যাট করা লাহোর ১৫ ওভারে ৮ উইকেটে ১৬০ রান করলে নামে বৃষ্টি। পরে ডিএলএস মেথডে ১৬৮ রানের লক্ষ্য দাঁড়ায় করাচির। ৩ বল আগেই যা পার হয় তারা।

পুঁজি সামাল দিতে সপ্তম ওভারে বোলিং পান রিশাদ। জেমস ভিন্স তার প্রথম তিন বলে ৬ রান নেওয়ার পর আউট হয়ে যান। ওই ওভারে ৭ রান দিয়ে ১ উইকেট নেওয়ায় শুরুটা ভালো ছিলো। এরপরই লাগামহীন। পরের ওভারে বল করতে এসে প্রথম দুই বলেই খান ছয়-চার ওই ওভারে দেন ১৩ রান। একাদশ ওভারে আবার ফিরে দেন ৮।

এই হারে ৯ ম্যাচে ৯ পয়েন্ট নিয়ে তিনে নেমে গেছে লাহোর। ৮ ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে করাচি উঠে গেছে তিনে।

Comments