উপভোগের মন্ত্রে উড়ছেন সিরাজ

চ্যাম্পিয়ন্স ট্রফির ভারতীয় দলে জায়গা না পেয়ে একটা বড় ধাক্কা খান মোহাম্মদ সিরাজ। এবারের আইপিএল তাই নিজেকে প্রমাণ করার তাগিদ ছিলো তার। নতুন দলের হয়ে নেমে নিজেকে মেলেও ধরছেন তিনি।
গত কয়েক বছর রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর নিয়মিত মুখ ছিলেন সিরাজ। এবার মেগা নিলামে ১২ কোটি ২৫ লাখ রুপিতে গুজরাট টাইটান্স দলে নেয় তাকে। প্রথম ম্যাচে খরুচে থাকার পর বাকি তিন ম্যাচে ক্রমাগত গ্রাফ করছেন ঊর্ধ্বগামী।
মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে ৩৪ রানে দুই উইকেটের পর বেঙ্গালুরুর বিপক্ষে ১৯ রানে পান ৩ উইকেট। রোববার রাতে সানরাইজার্স হায়দরাবাদকে রীতিমতো ধসিয়ে দেন সিরাজ। ১৭ রানে পান ৪ উইকেট। স্বীকৃত টি-টোয়েন্টিতে এটাই তার সেরা ফিগার।
ম্যাচ সেরা হয়ে ডানহাতি এই পেসার জানালেন, দলে বাদ পড়ার পর শুরুতে মুষড়ে পড়লেও বিরতির সময়টায় কঠোর পরিশ্রম আর তীব্র তাড়না নিয়ে ঘুরে দাঁড়িয়েছেন তিনি, 'বিরতির শুরুতে আমি হজম করতে পারছিলাম না (দলে জায়গা হারানোর পরিস্থিতি)। পরে আমি নিজেকে বোঝালাম, অনেক কিছু পরিকল্পনা করলাম। আমি আমার মানসিকতায় মনোযোগ দিলাম, ফিটনেসে মন দিলাম। এখন আমি আমার বোলিং উপভোগ করছি।'
নতুন বলে স্যুয়িং নির্ভর সিরাজ মাঝের সময়টায় লাইন-লেন্থে ধুঁকছিলেন। এই জায়গায় এনেছেন উন্নতি। তার মনে হচ্ছে তিনি এখন বেশ সতেজ, উজ্জীবিত হয়ে আছেন, 'আমি আমার বোলিং নিয়ে, ফিটনেস নিয়ে মানসিকতা নিয়ে অনেক কাজ করেছি। আমার শরীর এখন সতেজ। কাজেই আমি বোলিং খুব উপভোগ করছি। আমার হাত থেকে এখন বেশ ভালোভাবে বল বেরিয়ে যাচ্ছে।'
এখন পর্যন্ত ৪ ম্যাচে ৯ উইকেট নিয়ে উইকেট শিকারে যৌথভাবে দ্বিতীয় অবস্তানে আছেন সিরাজ। বাকি ম্যাচগুলোতে তার এমন সেরা ঝলক আরও চাইবে গুজরাট।
Comments