টেস্ট দলে প্রথমবার তানজিম, নেই তাসকিন

জিম্বাবুয়ের বিপক্ষে দুই টেস্ট সিরিজের মধ্যে প্রথম টেস্টের জন্য বাংলাদেশ স্কোয়াড ঘোষণা করা হয়েছে। তাতে প্রথমবার টেস্ট দলে এসেছেন পেসার তানজিম হাসান সাকিব। চোটে থাকায় জিম্বাবুয়ের বিপক্ষে পুরো সিরিজেই নেই তাসকিন আহমেদ।
পাকিস্তান সুপার লিগ পিএসএলের পুরো আসর খেলার ছাড়পত্র পাওয়ায় লিটন দাসে পাকিস্তান চলে গেছেন। অনুমিতভাবে তিনি নেই এই দলে। কিপার ব্যাটার হিসেবে জাকের আলি অনিকের পাশাপাশি আছেন মাহিদুল ইসলাম অঙ্কন। চোটের কারণে ওয়েস্ট ইন্ডিজ সফর মিস করা অভিজ্ঞ মুশফিকুর রহিম ফিরেছেন দলে।
তাসকিনের না থাকা বিষয়ে বিসিবির চিকিৎসক ডা. দেবাশীষ চৌধুরী বলেন, 'তাসকিন বর্তমানে তার বাম অ্যাকিলিস টেন্ডনের সমস্যার জন্য পুনর্বাসন প্রক্রিয়ার মধ্যে রয়েছেন এবং এই সিরিজের জন্য তিনি এভেইলেবল নন।'
তাসকিন না থাকায় তানজিমের পাশাপাশি ফিরেছেন পেসার সৈয়দ খালেদ আহমেদও। দলে থাকা বাকি দুই পেসার হচ্ছেন নাহিদ রানা ও হাসান মাহমুদ। চার পেসারের সঙ্গে বিশেষজ্ঞ স্পিনার কেবল দুজন- মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম। এর আগে টেস্ট স্কোয়াডে থাকা বাঁহাতি স্পিনার হাসান মুরাদকে রাখা হয়নি এবার।
আগামী ২০ এপ্রিল সিলেটে শুরু হবে প্রথম টেস্ট। ২৮ এপ্রিল চট্টগ্রামে দ্বিতীয় টেস্ট।
প্রথম টেস্টের বাংলাদেশ স্কোয়াড: নাজমুল হোসেন শান্ত, মাহমুদুল হাসান জয়, সাদমান ইসলাম, জাকির হাসান, মুমিনুল হক, মুশফিকুর রহিম, মাহিদুল ইসলাম অঙ্কন, জাকের আলি অনিক, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, নাহিদ রানা, হাসান মাহমুদ, সৈয়দ খালেদ আহমেদ, তানজিম হাসান সাকিব।
Comments