নারী বিশ্বকাপ বাছাইপর্ব

জ্যোতির দ্রুততম সেঞ্চুরিতে বাংলাদেশের রেকর্ড পুঁজি

Nigar Sultana Joty

শেষ ওভারে সেঞ্চুরির দ্বারপ্রান্তে ছিলেন বাংলাদেশের দুই ব্যাটার। ৯৫ রানে খেলছিলেন অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি, ৯২ রানে ক্রিজে ছিলেন শারমিন আক্তার সুপ্তা। শেষ পর্যন্ত শতকের দেখা পেলেন জ্যোতি, সেটাতেই আবার গড়েছেন রেকর্ড। মেয়েদের ক্রিকেটে বাংলাদেশের হয়ে ওয়ানডেতে দ্রততম সেঞ্চুরি এখন তার। এই দুজনের ব্যাটে রেকর্ড পুঁজিও গড়েছে বাংলাদেশ। 

লাহোরে নারী বিশ্বকাপ বাছাইপর্বে আগে ব্যাট করে থাইল্যান্ডের বিপক্ষে ৩ উইকেটে ২৭১ রান করেছে বাংলাদেশ। যা ওয়ানডেতে নিজেদের সর্বোচ্চ পুঁজি। এর আগের সর্বোচ্চ ছিলো আয়ারল্যান্ডের বিপক্ষে ২৫২।

দলের রান শক্ত জায়গায় নিতে মাত্র ৭৮ বলে প্রথম ওয়ানডে সেঞ্চুরির দেখা পান জ্যোতি। এর আগে বাংলাদেশের হয়ে ওয়ানডেতে সেঞ্চুরি ছিলো দুটি, দুটিই ছিলো ফারজানা হক পিংকির। তারমধ্যে পিংকির ১৫৬ বলে ভারতের বিপক্ষে করা সেঞ্চুরিটি ছিলো দ্রুততম।

Nigar Sultana Joty

জ্যোতি এদিন সহজেই তা ছাড়িয়ে যান। তুলনামূলক সহজ প্রতিপক্ষ থাইল্যান্ডের বিপক্ষে তার ইনিংস অবশ্য নিখাদ ছিলো না। একাধিকবার প্রতিপক্ষকে সুযোগ দিয়েছেন, তিনবার জীবন পেয়ে শতকে রূপ দিতে পেরেছেন তিনি। বাংলাদেশ অধিনায়কের মতি ছিলো দ্রুত রান আনায়, এমন ধরণে কিছু ঝুঁকি আসাও ছিলো স্বাভাবিক।

জ্যোতি যেখানে ছিলেন আগ্রাসী সুপ্তা করেছেন প্রান্ত ধরে রাখার কাজ। তিনে নেমে ফারজানার সঙ্গে তিনি গড়েন ১০৪ রানের জুটি। ৮২ বলে ৫৩ করে ফারজানার বিদায়ের পর দলের চাহিদা ছিলো রানের চাকায় গতি, সেটা করতে পেরেছেন জ্যোতি।

সেঞ্চুরি না পেলেও সুপ্তা ১২৪ বলে ৯৪ রানে অপরাজিত থেকে জ্যোতিকে মারার ক্ষেত্র করে দিয়েছেন।

Comments

The Daily Star  | English

Govt to unveil 'July Declaration' on August 5

It will be presented in presence of all stakeholders involved in the mass uprising at 5:00pm

2h ago