এশিয়া কাপ

দুই রেকর্ড গড়ে জিতে সেমিফাইনালে বাংলাদেশ

মুর্শিদা খাতুন ও নিগার সুলতানা জ্যোতির তাণ্ডবে মিলল এশিয়া কাপে রেকর্ড পুঁজি। উত্তাল ব্যাটিংয়ের পর বোলিংয়ে সম্মিলিতভাবে তোপ দাগল টাইগ্রেসরা। তাতে টি-টোয়েন্টি সংস্করণের এই আসরে রানের হিসাবে রেকর্ড জয়ের স্বাদও পেল বাংলাদেশ নারী দল। পাশাপাশি তারা নিশ্চিত করল সেমিফাইনালের টিকিট।

ডাম্বুলায় বুধবার 'বি' গ্রুপে নিজেদের শেষ ম্যাচে মালয়েশিয়াকে উড়িয়ে দিয়েছে লাল-সবুজ জার্সিধারীরা। ১১৪ রানের দাপুটে জয়ে এশিয়া কাপের সেমিতে উঠে গেছে তারা। টস জিতে আগে ব্যাট করে ২ উইকেটে ১৯১ রান তোলে বাংলাদেশ। জবাবে ৮ উইকেটে মাত্র ৭৭ রানের বেশি করতে পারেনি মালয়েশিয়া।

টি-টোয়েন্টি সংস্করণের এশিয়া কাপে মেয়েদের আগের দলীয় সর্বোচ্চ ছিল ৩ উইকেটে ১৪২ রান। কুয়ালালামপুরে অনুষ্ঠিত ওই ম্যাচে ভারতের বিপক্ষে ৭ উইকেটের জয় পেয়েছিল বাংলাদেশ। এই প্রতিযোগিতায় তাদের আগের সেরা জয়ও ছিল মালয়েশিয়ার বিপক্ষে। ২০২২ সালের আসরে সিলেটে ৮৮ রানে জিতেছিল নারীরা।

সব মিলিয়ে টি-টোয়েন্টিতে বাংলাদেশ নারী দলের এটি দ্বিতীয় সর্বোচ্চ সংগ্রহ। ২০১৯ সালে দক্ষিণ এশিয়ান গেমসে মালদ্বীপের বিপক্ষে ২ উইকেটে ২৫৫ রান করেছিল তারা। সব মিলিয়ে এই সংস্করণে দ্বিতীয় সর্বোচ্চ জয়ও মিলেছে মেয়েদের। মালদ্বীপকে ওই ম্যাচেই স্রেফ ৬ রানে গুঁড়িয়ে দিয়ে ২৪৯ রানে জিতেছিল তারা।

এদিন ১৭তম ওভারে আউট হওয়া মুর্শিদা টানা দ্বিতীয় ও সব মিলিয়ে ষষ্ঠ ফিফটি পূরণ করেন। ৫৯ বল মোকাবিলায় সর্বোচ্চ ৮০ রান করতে ১০ চার ও ১ ছক্কা মারেন তিনি। রেকর্ড অষ্টম হাফসেঞ্চুরির স্বাদ নেওয়া জ্যোতি অপরাজিত থাকেন ৬২ রানে। ৩৭ বল খেলে ৫ চারের সঙ্গে ২ ছক্কা হাঁকান তিনি। অষ্টম ওভারে ক্রিজে গিয়ে বাংলাদেশের দলনেতা ব্যাট করেন ১৬৭.৫৬ স্ট্রাইক রেটে।

দিলারা আক্তারের ব্যাট থেকে ২০ বলে ৩৩ রান আসে। ১৬৫ স্ট্রাইক রেটে তিনি মারেন ৪ চার ও ১ ছক্কা। শেষদিকে নামা রুমানা আহমেদ অপরাজিত থাকেন ৪ বলে ৬ রানে।

ওপেনিং জুটিতে বড় সংগ্রহের ভিত পেয়ে যায় নারীরা। পাওয়ার প্লেতে ওঠে বিনা উইকেটে ৫১ রান। দিলারা ক্যাচ দিলে থামে ৪৬ বলে ৬৫ রানের জুটি। এরপর মুর্শিদা ও জ্যোতির ব্যাট হয়ে ওঠে আরও উত্তাল। তারা যোগ করেন ৫৬ বলে ৮৯ রান। সেঞ্চুরির সুবাস পেতে থাকা মুর্শিদাও থামেন ক্যাচ দিয়ে।

রান তাড়ায় কখনোই সম্ভাবনা জাগাতে পারেনি শক্তির বিচারে পিছিয়ে থাকা মালয়েশিয়া। বাংলাদেশের বোলাররা রানের চাকায় লাগাম পরানোর পাশাপাশি নিয়মিত বিরতিতে উইকেট তুলতে থাকেন। আক্রমণে যাওয়া সাতজনের ছয়জনই শিকার ধরেন। সর্বোচ্চ ২ উইকেট নিতে নাহিদা আক্তারের খরচা ৪ ওভারে ১৩ রান।

তিন ম্যাচে দুই জয়ে বাংলাদেশের পয়েন্ট ৪। সমান পয়েন্ট নিয়ে রান রেটে এগিয়ে থাকায় এই গ্রুপের শীর্ষে আছে এক ম্যাচ কম খেলা শ্রীলঙ্কা। নিজেদের শেষ লড়াইয়ে তারা মোকাবিলা করবে দুই ম্যাচে ২ পয়েন্ট পাওয়া থাইল্যান্ডকে। তিন ম্যাচ খেলা মালয়েশিয়ার নামের পাশে কোনো পয়েন্ট নেই।

Comments

The Daily Star  | English

‘For 15 years I fought for BNP leaders and activists, today they pushed me’

Rumeen Farhana says she was almost knocked down during clash at EC over Brahmanbaria boundaries

2h ago