পিএসএল শেষ লিটনের! আজই ফিরছেন দেশে

ছবি: সংগৃহীত

শেষ পর্যন্ত পিএসএল না খেলেই দেশে ফিরতে হচ্ছে লিটন দাসকে। অনুশীলনে পাওয়া চোটের কারণে ছিটকে গেলেন তিনি। এমনকি আজ শনিবারই দেশে ফিরছেন এই উইকেটরক্ষক-ব্যাটার। ডেইলিস্টারকে নিজেই বিষয়টি নিশ্চিত করেছেন তিনি।

দুদিন আগে অনুশীলনের সময় আঙুলে চোট পান লিটন। প্রাথমিকভাবে খুব গুরুতর না মনে হলেও পরে স্ক্যান করানোর আঙুলে ফ্র্যাকচার ধরা পড়ে। চোট সেরে উঠতে কমপক্ষে দুই সপ্তাহ লাগবে। যে কারণে আজই দেশে ফিরে আসছেন তিনি।

আপাতত মাঠের বাইরে থাকলেও চোট সেরে ওঠার উপর নির্ভর করছে লিটনের পিএসএল খেলা। ডেইলিস্টারকে এই তারকা বলেন, 'হাতের অবস্থা আছে ভালো। তবে হেয়ারলাইন ফ্র্যাকচার ধরা পড়েছে। দুই সপ্তাহ লাগবে (সেরে উঠতে)। আজ দেশে ফিরছি। পরিস্থিতির উপর নির্ভর করবে (আবার পিএসএলে খেলতে যাওয়া)।'

পড়ে বিষয়টি নিশ্চিত করে সামাজিকমাধ্যমেও পোস্ট দিয়েছেন লিটন, 'আশা করি আপনারা সবাই ভালো আছেন। করাচি কিংসের হয়ে পিএসএলে খেলতে আমি সত্যিই রোমাঞ্চিত ছিলাম, কিন্তু সৃষ্টিকর্তার পরিকল্পনা ছিল ভিন্ন। একটি অনুশীলন সেশনের সময় আমার আঙুলে চোট লাগে। স্ক্যানে দেখা গেছে হেয়ারলাইন ফ্র্যাকচার হয়েছে, আর সেরে উঠতে অন্তত দুই সপ্তাহ লাগবে।'

'দুঃখজনকভাবে, আমার পিএসএল মিশন শুরু হওয়ার আগেই শেষ হয়ে গেল। আমি এখন বাংলাদেশে ফিরে আসছি। দ্রুত আরোগ্যের জন্য তোমাদের দোয়া ও ভালোবাসা কামনা করছি। আমার দল করাচি কিংসের জন্য রইলো অনেক শুভকামনা,' যোগ করেন এই উইকেটরক্ষক-ব্যাটার।

লিটনসহ তিনজন বাংলাদেশি খেলোয়াড় এবার সুযোগ পেয়েছিলেন পিএসএলে। লিটনকে কিনে নিয়েছিল করাচি কিংস। লাহোর কালান্দার্স নিয়েছে লেগস্পিনার রিশাদ হোসেনকে। এরমধ্যেই দলের সঙ্গে যোগ দিয়েছেন তিনি। পেশোয়ার জালমিতে খেলার কথা রয়েছে পেসার নাহিদ রানার। জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের প্রথম টেস্ট খেলে দলের সঙ্গে যোগ দিবেন তিনি।

Comments

The Daily Star  | English

JnU second campus: Project stalled amid bureaucratic hurdles

The construction of Jagannath University’s long-awaited second campus in Keraniganj has stalled due to bureaucratic delays.

3h ago