টেস্ট সিরিজ খেলতে ঢাকায় পৌঁছেছে জিম্বাবুয়ে

বাংলাদেশের বিপক্ষে দুটি টেস্ট ম্যাচের সিরিজ খেলতে আজ মঙ্গলবার ঢাকায় পৌঁছেছে জিম্বাবুয়ে জাতীয় ক্রিকেট দল। ঢাকায় এক রাত অবস্থান করার পর আগামীকাল (বুধবার) সকালে সিলেটের উদ্দেশে রওনা দেবে দলটি।
সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আগামী ২০ এপ্রিল থেকে শুরু হবে দুই দলের প্রথম টেস্ট। দ্বিতীয় ও শেষ টেস্ট অনুষ্ঠিত হবে ২৮ এপ্রিল থেকে চট্টগ্রামের বীর শ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে।
উল্লেখ্য, জিম্বাবুয়ে সবশেষ বাংলাদেশ সফরে টেস্ট সিরিজ খেলেছিল ২০২১ সালের আগস্টে।
Comments