জয়ের দুই জীবনে স্বস্তি টাইগারদের

ছবি: ফিরোজ আহমেদ

ব্যাটারদের ব্যর্থতায় প্রথম ইনিংসে মাত্র ১৯১ রানে গুটিয়ে যায় বাংলাদেশ। দ্বিতীয় ইনিংসেও এমন কিছুর দেখা মিলে যাচ্ছিল প্রায়। তবে জিম্বাবুয়ের ফিল্ডারদের ব্যর্থতায় দ্বিতীয় স্বস্তি নিয়ে মাঠ ছেড়েছে টাইগাররা। সাদমান ইসলামের উইকেট হারিয়ে দিন শেষ করে স্বাগতিকরা।

সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে সোমবার সিরিজের প্রথম টেস্টের দ্বিতীয় দিন শেষে ১ উইকেটে ৫৭ রান করেছে বাংলাদেশ। এখনও ২৫ রানে পিছিয়ে আছে দলটি। এর আগে জিম্বাবুয়ের প্রথম ইনিংস তারা গুটিয়ে দেন ২৭৩ রানে।

তবে সবছাপিয়ে আলোচনা জয়ের জীবন নিয়েই। তিনি জীবন না পেলে ব্যর্থতার পাল্লা আরও ভারী হতো ওপেনারদের। অনেক দিন থেকেই ব্যর্থ বাংলাদেশের ওপেনাররা। এদিন ইনিংসের চতুর্থ ওভারেই ফিরে যান সাদমান ইসলাম। ব্লেসিং মুজারাবানির বলে ড্রাইভ করতে গেলে ব‍্যাটের কানা ছুঁয়ে ক‍্যাচ যায় দ্বিতীয় স্লিপে দাঁড়ানো শন উইলিয়ামসের হাতে। ১০ বলে ৪ রান করেন বাঁহাতি এই ওপেনার।

জয় ভাগ্য নিয়ে মাঠে নেমেছিলেন। ব্যক্তিগত ৬ রানে মুজারাবানির বলে যে জীবন পেলেন তা রীতিমতো অবিশ্বাস্য। ব্যাটের কানায় ছুঁয়ে উইকেটরক্ষক নিয়াশা মায়াভোর হাতে যায় বল। কিন্তু সহজ ক্যাচ ছেড়ে দেন দ্রুত প্রতিক্রিয়া দেখাতে না পেরে। এরপর ব্যক্তিগত ১৮ রানে রিচার্ড এনগাভারার বলে আবার জীবন পান জয়। এবার স্লিপে তার ক্যাচ ছাড়েন বেন কারান।

তবে তাতে দিনের শেষটা ভালো হয়েছে বাংলাদেশের। মুমিনুল হকের সঙ্গে ৪৪ রানের জুটি গড়ে মাঠ ছেড়েছেন জয়। ৪২ বলে ৬টি চারের সাহায্যে ২৮ রানে অপরাজিত আছেন তিনি। ২৬ বলে ৩টি চারের সাহায্যে ১৫ রান মুমিনুলের। জিম্বাবুয়ের হয়ে একমাত্র উইকেটটি পান মুজারাবানি।

Comments

The Daily Star  | English
Government notification banning Awami League

Govt issues gazette notification banning AL activities

A Public Security Division joint secretary confirmed the matter

1h ago