মাইলস্টোন দুর্ঘটনায় নিহতের প্রতি শ্রদ্ধা জানাতে বিশেষ উদ্যোগ বিসিবির

উত্তরায় সোমবার বাংলাদেশ বিমান বাহিনীর একটি যুদ্ধবিমান দুর্ঘটনায় অন্তত ২৭ জনের মর্মান্তিক মৃত্যু এবং ১৭১ জনেরও বেশি আহত হওয়ার ঘটনায় গভীর শোক প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
এই শোকাবহ ঘটনার প্রতি শ্রদ্ধা জানাতে মঙ্গলবার শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ-পাকিস্তান দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচে একাধিক স্মরণমূলক কর্মসূচি হাতে নিয়েছে দেশের ক্রিকেট নিয়ন্ত্রক সংস্থাটি।
ম্যাচ শুরু হওয়ার আগে দুই দলের ক্রিকেটার, কোচিং স্টাফ ও ম্যাচ কর্মকর্তারা কালো ব্যাজ পরিধান করবেন। নিহতদের স্মরণে ম্যাচ শুরুর আগে এক মিনিট নীরবতা পালন করা হবে।
স্টেডিয়ামে সারাদিন কোনো মিউজিক বাজানো হবে না, সামগ্রিক পরিবেশ থাকবে মর্মস্পর্শী ও নীরব শ্রদ্ধায় আচ্ছন্ন। এ ছাড়া, বিসিবির আওতাধীন সব ভেন্যুতে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হবে।
শুধু ম্যাচের দিনেই নয়, বিসিবি নিহতদের আত্মার শান্তি ও আহতদের দ্রুত আরোগ্য কামনায় বিশেষ দোয়া ও মিলাদ মাহফিলেরও আয়োজন করবে।
Comments