জয়-মুমিনুল-মুশফিককে হারিয়ে চা বিরতিতে বাংলাদেশ

তৃতীয় দিনের প্রথম সেশন বৃষ্টিতে ভেসে যাওয়ায় খেলা শুরু হলো নির্ধারিত সময়ের তিন ঘণ্টা পর। সম্ভাবনা জাগালেও দ্বিতীয় সেশন নিজেদের করতে না পেরে উল্টো বিপাকে পড়ল বাংলাদেশ। তারা চা বিরতিতে গেল মাহমুদুল হাসান জয়, মুমিনুল হক ও মুশফিকুর রহিমের উইকেট হারিয়ে।
মঙ্গলবার সিলেট টেস্টের তৃতীয় দিনের দ্বিতীয় সেশন শেষে বাংলাদেশ এগিয়ে আছে ৭৩ রানে। তাদের সংগ্রহ ৪ উইকেটে ১৫৫ রান। ক্রিজে আছেন ২৬ রানে ক্যাচ তুলে বেঁচে যাওয়া অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। তার সংগ্রহ ৭১ বলে অপরাজিত ৪৪ রান।
এই সেশনে খেলা হয়েছে ২৮.৪ ওভার। বাংলাদেশ ৩ উইকেট হারিয়ে যোগ করেছে ৯৮ রান। রান তোলার গতি ভালো হলেও নিয়মিত বিরতিতে উইকেট হারানোয় চাপে পড়েছে তারা। জয় ৬৫ বলে ৩৩, মুমিনুল ৮৪ বলে ৪৭ ও মুশফিক ২০ বলে ৪ রানে আউট হয়েছেন।
বাংলাদেশের হাতে রয়েছে আর ৬ উইকেট। ক্রিজে আসার অপেক্ষায় থাকা স্বীকৃত ব্যাটারদের মধ্যে আছেন মেহেদী হাসান মিরাজ ও জাকের আলী অনিক। তাই চতুর্থ ইনিংসে জিম্বাবুয়েকে বড় লক্ষ্য ছুড়ে দেওয়ার আশা ক্রমেই কঠিন হচ্ছে টাইগারদের।
আগের দিন দুই দফা জীবন পাওয়া জয় ইনিংস বড় করতে পারেননি। তিনি ব্লেসিং মুজারাবানির শর্ট বলে ক্যাচ দেন স্লিপে। ভাঙে মুমিনুলের সঙ্গে তার ৯৭ বল স্থায়ী ৬০ রানের দ্বিতীয় উইকেট জুটি। এরপর শান্ত ক্রিজে গিয়ে আক্রমণাত্মক ঢঙে খেলতে শুরু করেন। ঘাটতি পুষিয়ে লিড নিয়ে ফেলে বাংলাদেশ।
প্রথম ঘণ্টায় আর কোনো উইকেট পড়েনি। শান্ত ও মুমিনুলের জুটিতে রান আসতে থাকে দ্রুত। তাদের তৃতীয় উইকেট জুটির সংগ্রহ পঞ্চাশ স্পর্শ করে মাত্র ৫৯ বলে। তবে সেটা ফুলেফেঁপে উঠতে পারেনি। ভিক্টর নিয়াউচির সুইংয়ে পরাস্ত হয়ে মুমিনুল গ্লাভসবন্দি হন উইকেটরক্ষক নিয়াশা মায়াভোর।
৯১ বলে ৬৫ রানের জুটি ভাঙার পর দ্রুত মুশফিককে হারিয়ে আবার ধাক্কা খায় স্বাগতিকরা। প্রথম ইনিংসে ১৮ বলে ৪ রান করা ব্যাটার ফের ব্যর্থ হন। অফ স্টাম্পের বাইরের বলে খোঁচা মেরে স্লিপে ধরা পড়েন তিনি। মুজারাবানি ধরেন এই ইনিংসে নিজের তৃতীয় শিকার। মুশফিকের আউটের সঙ্গে সঙ্গে আসে চা বিরতির ঘোষণা।
Comments