সিলেট টেস্ট

দারুণ উদ্বোধনী জুটির পর জয় থেকে ৫৭ রান দূরে জিম্বাবুয়ে

Brian Bennett
ফিফটির পর ব্রায়ান বেনেট। ছবি: ফিরোজ আহমেদ

লক্ষ্যটা ১৭৪ রানের, তবে টেস্টের চতুর্থ ইনিংসে এরকম লক্ষ্যও অনেক সময় হয় কঠিন। জিম্বাবুয়ের দুই ওপেনার এই লক্ষ্যে নেমে দলকে এনে দেন দারুণ শুরু। এই জুটি ভাঙলেও সিলেট টেস্টে জয়ের সম্ভাবনায় এখন প্রবলভাবে এগিয়ে সফরকারী দলই।

১৭৪ রানের লক্ষ্যে চতুর্থ দিনের চা-বিরতির পর্যন্ত ২ উইকেটে ১১৭ রান করেছে জিম্বাবুয়ে। ম্যাচ জিততে তাদের চাই কেবল ৫৭ রান। ৭০ বলে ৫২ করে ক্রিজে আছেন ব্রায়ান বেনেট। ৭৫ বলে ৪৪ করে আউট হয়েছেন বেন কারান।

শেষ সেশনে ৫৭ রানের মধ্যে বাকি ৮ উইকেট তুলে ম্যাচ জেতার চ্যালেঞ্জ বাংলাদেশের, বলা ভালো অনেকটা মিরাকলের অপেক্ষা নাজমুল হোসেন শান্তর দলের।

বিনা উইকেটে ৪ রান নিয়ে শুরু করে দারুণ খেলতে থাকেন কারান-বেনেট। কোন রকম সুযোগ দেননি তারা। ইতিবাচক অ্যাপ্রোচে রান আনতে থাকেন অনেকটা ওয়ানডে মেজাজে। ২১তম ওভারে এই জুটি ভাঙেন মেহেদী হাসান মিরাজ। ৭৫ বলে ৪৪ করা কারানের বাজে শটই অবশ্য দায়ি। ছক্কার চেষ্টায় সহজ ক্যাচ তুলে দেন তিনি। ততক্ষণে এসে গেছে ৯৬ রান, ম্যাচ তখন অনেকটা মুঠোয় তাদের। 

চা-বিরতির খানিক আগে নিক ওয়েলেচকে এলবিডব্লিউ করে দ্বিতীয় উইকেট নেন তাইজুল ইসলাম। তবে বাংলাদেশের শরীরী ভাষা বলছে এই টেস্টে তাদের পরিস্থিতি বেশ নাজুক।

সকালের সেশনে ৬১ রান তুলে ৬ উইকেট হারিয়ে ২৫৫ রানে গুটিয়ে যায় বাংলাদেশ। এই ধসে সফরকারী জিম্বাবুয়ে পায় অনেকটা নাগালে থাকা লক্ষ্য।

Comments

The Daily Star  | English

Neonatal mortality still high at 20 per 1,000 births

A recent study has raised concerns about their current condition, revealing operational issues that could threaten future progress.

14h ago