মুম্বাইয়ের শীর্ষে ওঠার ম্যাচে রোহিতের ‘৬০০০’, সামনে কোহলি

ছবি: বিসিসিআই

আবারও হাসল বাজে সময় পেরিয়ে আসা ভারতীয় ওপেনার রোহিত শর্মার ব্যাট। রাজস্থান রয়্যালসের বিপক্ষে মুম্বাই ইন্ডিয়ান্সের বিশাল জয়ে তিনি পেলেন এবারের আইপিএলে তৃতীয় ফিফটি। আক্রমণাত্মক ইনিংসটি খেলার পথে দারুণ একটি কীর্তিও গড়লেন অভিজ্ঞ তারকা।

বৃহস্পতিবার রাতে স্বীকৃত টি-টোয়েন্টিতে মাত্র দ্বিতীয় ব্যাটার হিসেবে একটি নির্দিষ্ট দলের হয়ে ৬০০০ বা এর চেয়ে বেশি রানের মাইলফলক স্পর্শ করেছেন রোহিত। এই মর্যাদাপূর্ণ অর্জনের জন্য তার দরকার ছিল ২৯ রান। ইনিংসের নবম ওভারে কুমার কার্তিকেয়াকে বাউন্ডারি মেরে ৬ হাজারি ক্লাবে প্রবেশ করেন তিনি।

টি-টোয়েন্টিতে কোনো একটি দলের হয়ে সবচেয়ে বেশি রানের রেকর্ড রোহিতের স্বদেশি আরেক তারকা বিরাট কোহলির। আইপিএলের আরেক ফ্র্যাঞ্চাইজি রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর হয়ে ২৭৭ ম্যাচে ৮৮৭১ রান করেছেন তিনি। পরের অবস্থানে থাকা রোহিতের মুম্বাইয়ের জার্সিতে এখন ২৩১ ম্যাচে ৬০২৪ রান।

৩১ বলে হাফসেঞ্চুরি ছুঁয়ে রোহিত খেলেন ৬১ রানের ঝলমলে ইনিংস। রিয়ান পরাগের বলে ক্যাচ তুলে সাজঘরে ফেরার আগে ৩৮ বল মোকাবিলায় তিনি মারেন ৭ চার ও ৩ ছক্কা। চলমান আইপিএলে প্রথম ছয় ম্যাচে ৮২ রান করা ডানহাতি ব্যাটারের সবশেষ চার ম্যাচে এটি তৃতীয় ফিফটি।

সব মিলিয়ে এবারের আইপিএলে রোহিতের রান ১০ ম্যাচে ২৯৩। তিনি যেমন ছুটে চলেছেন চেনা ছন্দে, তেমনি তার দল মুম্বাইও দুঃসময় পেরিয়ে প্রতিযোগিতার প্লে-অফের দৌড়ে শক্ত অবস্থানে পৌঁছে গেছে। প্রথম পাঁচ ম্যাচে মাত্র একটি জয় পাওয়া দলটি ঘুরে দাঁড়িয়ে জিতেছে টানা ছয় ম্যাচ।

জয়পুরে আইপিএলের একপেশে ম্যাচে ১০০ রানের জয়ে পয়েন্ট তালিকার শীর্ষে উঠেছে মুম্বাই। টস হেরে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ২ উইকেটে ২১৭ রানের বড় পুঁজি গড়ে তারা। জবাবে ২৩ বল বাকি থাকতে স্রেফ ১১৭ রানে গুটিয়ে চলতি আসর থেকে বিদায় নিয়েছে রাজস্থান।

চূড়ায় থাকা পাঁচবারের আইপিএল চ্যাম্পিয়ন মুম্বাইয়ের অর্জন ১১ ম্যাচে ১৪ পয়েন্ট। এক ম্যাচ কম খেলা বেঙ্গালুরুর পয়েন্ট সমান হলেও রান রেটে পিছিয়ে থাকায় তাদের অবস্থান দুইয়ে। দশ দলের আসরে আট নম্বরে থাকা রাজস্থানের অর্জন ১১ ম্যাচে স্রেফ ৬ পয়েন্ট।

Comments

The Daily Star  | English

Job seekers block Shahbagh, 'clash' with cops

Under the banner of "PSC Reform Movement," the protesters also staged a sit-in at the intersection, bringing traffic to a standstill around 6:00pm

2h ago