জাওয়াদের সেঞ্চুরিতে রেকর্ড পুঁজি গড়ে বাংলাদেশের বিশাল জয়

ছবি: বিসিবি

তিন ম্যাচের মধ্যে দ্বিতীয় সেঞ্চুরি তুলে নিলেন ছন্দে থাকা জাওয়াদ আবরার। যুব ওয়ানডেতে বাংলাদেশের চতুর্থ ওপেনার হিসেবে একাধিক সেঞ্চুরির কীর্তি গড়লেন তিনি। তার অসাধারণ শতক ছাড়াও রিজান হোসেন ফিফটি করে খেললেন দারুণ ইনিংস। তাদের নৈপুণ্যে বিদেশের মাটিতে সর্বোচ্চ দলীয় পুঁজির রেকর্ড গড়ল বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। এরপর বোলাররা জ্বলে ওঠায় একপেশে লড়াইয়ে বিশাল জয় তুলে নিল তারা।

শনিবার কলম্বোতে চতুর্থ যুব ওয়ানডেতে শ্রীলঙ্কা অনূর্ধ্ব-১৯ দলকে ১৪৬ রানে হারিয়েছে বাংলাদেশ। টস জিতে আগে ব্যাট করে ৮ উইকেটে ৩৩৬ রান স্কোরবোর্ডে জমা করে তারা। জবাবে ধুঁকতে ধুঁকতে ৬৮ বল বাকি থাকতে মাত্র ১৯০ রানে গুটিয়ে যায় লঙ্কানরা। ফলে টানা তৃতীয় জয়ে ছয় ম্যাচের সিরিজে ৩-১ ব্যবধানে এগিয়ে গেছে সফরকারীরা।

জাওয়াদ ১০৫ বলে সেঞ্চুরি ছুঁয়ে করেন ১১৩ রান। ১১১ বল মোকাবিলায় তিনি হাঁকান ১৪ চার ও ৩ ছক্কা। যুব ওয়ানডেতে এটি তার দ্বিতীয় সেঞ্চুরি। গত সোমবার সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে ঝড়ো ব্যাটিংয়ে অপরাজিত ১৩০ রানের ইনিংস খেলেছিলেন তিনি। ১০৬ বলে তার ব্যাট থেকে এসেছিল ১৪ চার ও ৬ ছক্কা।

জাওয়াদের আগে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের জার্সিতে ওপেনার হিসেবে দুটি করে সেঞ্চুরি করেছেন তিনজন। তারা হলেন অমিত মজুমদার, পিনাক ঘোষ ও সাইফ হাসান।

চারে নেমে ৭৭ বলে ৫ চার ও ৩ ছক্কায় ৮২ রান করেন রিজান। তৃতীয় উইকেটে জাওয়াদের সঙ্গে তিনি গড়েন ১৩৫ রানের জুটি।

বাংলাদেশের প্রথম সাত ব্যাটারের সবাই পান দুই অঙ্কের ছোঁয়া। জাওয়াদ ও রিজানের বিদায়ের পর মোহাম্মদ আবদুল্লাহ ২৭ বলে ৩২ রান, দেবাশীষ দেবা ১১ বলে ১৯, সামিউন বশির ৮ বলে ২৩ ও আল ফাহাদ ৫ বলে অপরাজিত ১৯ রানের ইনিংস খেলেন। তাদের ঝড়ে শেষ ৬ ওভারে আসে ৮৫ রান। এতে তিনশ ছাড়িয়ে আরও উঁচুতে যায় বাংলাদেশের সংগ্রহ।

যুব ওয়ানডেতে সব মিলিয়ে বাংলাদেশের দ্বিতীয় সর্বোচ্চ দলীয় রান এটি। সর্বোচ্চ ৭ উইকেটে ৩৪০ রানের পুঁজিও শ্রীলঙ্কার বিপক্ষেই, ২০১৯ সালে চট্টগ্রামে।

লক্ষ্য তাড়ায় কখনোই আশা জাগাতে পারেনি শ্রীলঙ্কা। সপ্তম ওভারে মাত্র ৩৬ রানে ৪ উইকেট খুইয়ে ভীষণ চাপে পড়ে তারা। সেই ধাক্কা সামলে আর ঘুরে দাঁড়ানো হয়নি তাদের। দলটির মাত্র চার ব্যাটার যেতে পারেন দুই অঙ্কে। অধিনায়ক বিমাথ দিনসারার ৮ চার ও ১ ছক্কায় ৭২ বলে ৬৬ রানের ইনিংস কেবল হারের ব্যবধানই কমায়।

ক্যামিও ইনিংস খেলার পর বল হাতে ফর্মে থাকা পেসার ফাহাদ বাংলাদেশের পক্ষে ৪১ রানে পান সর্বোচ্চ ৩ উইকেট। এছাড়া, দুটি করে শিকার ধরেন অধিনায়ক আজিজুল হাকিম ও সানজিদ মজুমদার।

Comments

The Daily Star  | English
Health Sector Reform Commission submits report to Yunus

Make primary healthcare a constitutional duty, form independent commission

Health Sector Reform Commission proposes in its report submitted to the chief adviser

1h ago