চেন্নাইয়ে রুতুরাজের বদলি হচ্ছেন বিশ্বরেকর্ড গড়া ব্যাটার

গত বছরের ডিসেম্বরে বিশ্ব রেকর্ড গড়েন ১৭ বছরের আয়ুশ মাত্রে। লিস্ট 'এ' ক্রিকেটে সবচেয়ে কম বয়সী ক্রিকেটার হিসেবে দেড়শ ছোঁয়া ইনিংস খেলেন তিনি। চোটে ছিটকে যাওয়া নিয়মিত অধিনায়ক রুতুরাজ গায়কোয়াড়ের বদলে তাকে দলে টানতে যাচ্ছে চেন্নাই সুপার কিংস।
গত বছরের নভেম্বরে সৌদি আরবে অনুষ্ঠিত হয় আইপিএলের দুইদিনব্যাপী মেগা নিলাম। সেখানে ডানহাতি ব্যাটার আয়ুশের ভিত্তিমূল্য ছিল ৩০ লাখ রুপি। কিন্তু তাকে নিতে আগ্রহ দেখায়নি কোনো ফ্র্যাঞ্চাইজি। পাঁচ মাসের ব্যবধানে এবার আইপিএলের দরজা খুলে গেছে তার জন্য। পাঁচবারের চ্যাম্পিয়নদের ডেরায় যোগ দিচ্ছেন তিনি।
এখনও স্বীকৃত টি-টোয়েন্টি খেলা হয়নি আয়ুশের। তবে ইতোমধ্যে অন্য দুই সংস্করণে প্রতিভার ছাপ রেখেছেন তিনি। প্রথম শ্রেণিতে ৯ ম্যাচে ৩১.৫০ গড়ে ৫০৪ রান করেছেন। দুটি সেঞ্চুরির সঙ্গে ফিফটি আছে একটি। আর লিস্ট 'এ' ক্রিকেটে ৭ ম্যাচে ৬৫.৪২ গড়ে তার সংগ্রহ ৪৫৮ রান। সেখানেও দুটি সেঞ্চুরি ও একটি ফিফটি রয়েছে।
আইপিএলের নিলামে উপেক্ষিত থাকার পরের মাসেই আয়ুশ বিশ্বজুড়ে সাড়া ফেলে দেন। বিজয় হাজারে ট্রফিতে মুম্বাইয়ের হয়ে নাগাল্যান্ডের বিপক্ষে খেলেন ১৮১ রানের বিস্ফোরক ইনিংস। মাত্র ১১৭ বলের ইনিংসে মারেন ১৫ চার ও ১১ ছক্কা। সেদিন তার বয়স ছিল ১৭ বছর ১৬৮ দিন।
চোটে রুতুরাজ ছিটকে যাওয়ার পর বদলি খুঁজে নিতে কয়েকজনকে ট্রায়ালে ডেকেছিল চেন্নাই। আয়ুশ ছাড়াও গুজরাটের উর্বিল প্যাটেল ও উত্তরপ্রদেশের সালমান নিজার সেখানে অংশ নেন। পৃথ্বী শয়ের নামও শোনা গিয়েছিল। তবে শেষমেশ তার সুযোগ হয়নি। ট্রায়াল থেকে আয়ুশকে বেছে নিয়েছে চেন্নাই।
চলমান আসরে ভীষণ বাজে অবস্থায় রয়েছে চেন্নাই। জয় দিয়ে শুরু করার পর টানা পাঁচ ম্যাচ হেরেছে তারা। ৬ ম্যাচে মাত্র ২ পয়েন্ট নিয়ে তাদের অবস্থান পয়েন্ট তালিকায় সবার নিচে। সেরা চারে থেকে প্লে-অফে খেলার আশা বাঁচিয়ে রাখতে হলে যত দ্রুত সম্ভব ঘুরে দাঁড়ানোর কোনো বিকল্প নেই দলটির।
Comments