ইয়াসিরের ফিফটি, নাসুমের অলরাউন্ড ঝলকের পরও হারল 'এ' দল

nasum ahmed
ফিফটির পর নাসুম। ছবি: বিসিবি

প্রথম দুই ম্যাচে দাপট দেখিয়ে জিতে সিরিজ আগেই নিশ্চিত করে নিয়েছিলো বাংলাদেশ 'এ' দল। শেষ ম্যাচটায় আর নিজেদের সেরাটা দিতে পারল তারা। ইয়াসির আলি চৌধুরী ও নাসুম আহমেদের দুই ফিফটিতে মাঝারি পুঁজি আনার পর বল হাতেও নাসুম দেখান ঝলক। তবে সফরকারী দল সম্মিলিত প্রয়াসে ওই রান তাড়া করে হোয়াইটওয়াশ এড়িয়েছে।

সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের একাডেমি গ্রাউন্ডে তৃতীয় ও শেষ ওয়ানডে নিউজিল্যান্ড 'এ' দল জিতেছে ৪ উইকেটে। আগে ব্যাট করে স্বাগতিক দল অলআউট হয়ে যায় ২২৭ রানে। ১০ বল আগে ওই রান পেরিয়ে জেতে কিউইরা৷ ফলে সিরিজ শেষ হয় ২-১ ব্যবধানে।

এদিন বাংলাদেশ 'এ' দলের প্রতিষ্ঠিত বেশিরভাগ ব্যাটার ছিলেন ব্যর্থ।  চারে নেমে ৬৫ বলে ৬৩ করেন ইয়াসির। ১০৪ রানে ৬ উইকেট পড়ার পর আটে নেমে ৯৬ বলে ৬৭ রানের ইনিংস খেলে নাসুম দলের রান নিয়ে যান দুইশোর উপর৷ পরে বল হাতেও ৩৬ রানে ২ উইকেট নিয়েছেন তিনি। কিন্তু জেতাতে পারেননি দলকে।

২২৮ রানের লক্ষ্যে নেমে দারুণ শুরু পায় সফরকারীরা৷ দুই ওপেনার রিস মারিও ও ডেল ফিলিপস মিলে গড়েন ৭৭ রানের জুটি। ৩৩ বলে ৩৩ করা মারিওকে আউট করে নাসুমই ভাঙেন জুটি। আরেক ওপেনার ফিলিপসও ফেরেন থিতু হয়ে। ৩৪ করা এই ব্যাটারকে আউট করেন নাঈম হাসান।

অধিনায়ক নিক কেলি ১৯ করে আউট হন মোসাদ্দেক হোসেন সৈকতের বলে। ক্রিজে যিনিই আসছিলেন তিনিই মাঝারি ইনিংস খেলায় চাপে পড়েনি কিউইরা 

শেষ দিকে ডিন ফক্সক্রফট ও জ্যাক ফোকসের ৬৫ রানের অবিচ্ছিন্ন জুটিতে শেষ হয়ে যায় ম্যাচ। ফক্সক্রফট ৪৩ বলে ৩৪ ও ফোকস ৪২ বলে করেন ২৮ রান।

এর আগে টস হেরে ব্যাট করতে নামা বাংলাদেশের ইনিংসের মূল হন্তারক লেগ স্পিনার আদি অশোক। মাঝের ওভারে আঘাত হেনে ৪৪ রানে তিন উইকেট নিয়েছেন তিনি। আউট করেছেন আফিফ হোসেন ধ্রুব, নুরুল হাসান সোহান ও মোসাদ্দেক হোসেন সৈকতকে।

ছন্দে থাকা স্বাগতিক দুই ওপেনার নাঈম শেখ ও এনামুল হক বিজয়ও রান পাননি। তিনে নেমে ২৪ বলে ৩১ করে থিতু হয়ে থামেন সাইফ হাসান। ইয়াসির ও নাসুমের দুই ফিফটি ছাড়া বাংলাদেশের ইনিংসে মূলত কিছু নেই।

ওয়ানডে সিরিজের পর এবার দুই দল খেলবে দুটি চার দিনের ম্যাচ। প্রথমটি সিলেটে ও পরেরটি হবে ঢাকায়। 

Comments