এল ক্ল্যাসিকো জিতে বিপর্যস্ত মৌসুমে আশা জাগাতে চায় রিয়াল মাদ্রিদ

চ্যাম্পিয়নস লিগ ও কোপা দেল রের হতাশার সঙ্গে স্প্যানিশ লা লিগাতেও পিছিয়ে আছে রিয়াল মাদ্রিদ। বিপর্যস্ত মৌসুমে ট্রফিবিহীন থাকার সম্ভাবনা এখন তাদের বেশি। কিন্তু যদি কার্লো আনচেলত্তির দল রবিবার এল ক্লাসিকোতে চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনাকে হারাতে পারে, তবে তাদের শিরোপা রক্ষার আশা পুনরুজ্জীবিত হবে।
রোববার বাংলাদেশ সময় রাত সোয়া আটটায় বার্সেলোনার মাঠে কঠিন লড়াইয়ে নামবে রিয়াল। লা লিগায় সমান ৩৪ ম্যাচ খেলে বার্সার পয়েন্ট ৭৯, রিয়ালের ৭৫৷ মুখোমুখি লড়াইয়ে যদি রিয়াল জিততে পারে তাহলে লিগ শিরোপা ধরে রাখার একটা সুযোগ তৈরি হবে।
আর্সেনালের কাছে চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালে বিধ্বস্ত হওয়ার পর মাদ্রিদ হতাশায় ডুবে যায়। এদিকে কোচ আনচেলত্তি মৌসুমের শেষে ক্লাব ছাড়তে প্রস্তুত, কিন্তু এল ক্ল্যাসিকো জিতলে এত বিপর্যয়ের পরও তার হাতে একটি বড় ট্রফি থাকতে পারে।
মঙ্গলবার ইন্টার মিলানের কাছে হেরে চ্যাম্পিয়নস লিগ থেকে বার্সেলোনার বিদায় রিয়ালের মনোবল চাঙ্গা করেছে।
ইন্টারের কাছে বার্সেলোনার ট্রেবল জয়ের স্বপ্ন ধূলিসাৎ হওয়ার পর, যদি মাদ্রিদ তাদের শিরোপা রক্ষা করতে পারে তবে তারা তাদের মৌসুমকে একটি সাফল্য হিসেবেও গণ্য করতে পারবে।
ক্যাটালানরা চারটি ম্যাচ বাকি থাকতে চার পয়েন্টে এগিয়ে। এরপরও লিগ জিততে না পারলে কেবল কোপা দেলরে এবং স্প্যানিশ সুপার কাপ অবশিষ্ট থাকবে, যে দুটি টুর্নামেন্টেই তারা ফাইনালে রিয়াল মাদ্রিদকে হারিয়ে জিতেছিল।
রোববার রিয়ালকে এমন কিছু করতে হবে যা তারা পুরো মৌসুমে করতে পারেনি – অর্থাৎ একটি ক্লাসিকো জেতা।
আনচেলত্তি বলছেন এই ম্যাচেই হতে পারে শিরোপা নির্ধারক, 'আমাদের একটি বড় সুযোগ থাকবে, আমাদের ভালোভাবে প্রস্তুতি নিতে হবে – এটি প্রায় একটি নির্ধারক ম্যাচ।'
এবারের মৌসুমে দল দুটি তিনবার মুখোমুখি হয়েছে এবং প্রতিবারই বার্সেলোনা জয়ী হয়েছে, সুপার কাপ ও কোপা দেলরের দুই ফাইনাল এবং অক্টোবরে সান্তিয়াগো বার্নাব্যুতে প্রথম লিগ ম্যাচে হারতে হয়েছে রিয়ালকে।
এপ্রিলে কোপা দেল রে ফাইনালে আনচেলত্তির দল সবচেয়ে তুমুল লড়াই করে। চোট জর্জর দল নিয়ে খেলাটিকে অতিরিক্ত সময়ে নিয়ে গিয়েছিল। সেই ম্যাচ থেকেই আশা খুঁজছেন, 'শেষ ম্যাচটি প্রতিদ্বন্দ্বিতামূলক ছিল, আমরা জয়ের খুব কাছাকাছি ছিলাম এবং আমি মনে করি না আমাদের (কৌশলগতভাবে) অনেক নতুন কিছু উদ্ভাবন করতে হবে।'
Comments