তাসকিন-নাহিদদের নতুন পেস বোলিং কোচ টেইট

বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) অস্ট্রেলিয়ার প্রাক্তন ফাস্ট বোলার শন টেইটকে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের পেস বোলিং কোচ হিসেবে নিয়োগ দিয়েছে। ৪২ বছর বয়সী এই কোচ চলতি মাসের শেষের দিকে দলের সঙ্গে যোগ দেবেন। বিসিবির সঙ্গে তার চুক্তি ২০২৭ সালের নভেম্বর মাস পর্যন্ত চলবে।

সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে বিসিবি। টেইট স্থলাভিষিক্ত হয়েছেন বাংলাদেশ দলের সাবেক পেস বোলিং কোচ আন্দ্রে অ্যাডামসের।

এর আগে টেইট পাকিস্তান, ওয়েস্ট ইন্ডিজ (টেস্ট দল) ও আফগানিস্তান জাতীয় দলের বোলিং কোচের দায়িত্ব পালন করেছেন। এছাড়া, তিনি বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল), বিগ ব্যাশ লিগ (বিবিএল), পাকিস্তান সুপার লিগ (পিএসএল), লঙ্কান প্রিমিয়ার লিগ (এলপিএল) ও ইংলিশ কাউন্টি ক্রিকেটের মতো বিশ্বজুড়ে বিভিন্ন শীর্ষ স্তরের লিগ ও প্রতিযোগিতায় কোচিংয়ের অভিজ্ঞতা অর্জন করেছেন। তিনি সবশেষ বিপিএলে চিটাগং কিংসের প্রধান কোচ ছিলেন এবং ২০১২-১৩ সালের আসরে এই দলের হয়ে খেলেছিলেন।

আন্তর্জাতিক ক্রিকেটের ইতিহাসে অন্যতম দ্রুতগতির বোলার হিসেবে পরিচিত টেইট ২০০৭ সালে অস্ট্রেলিয়ার বিশ্বকাপজয়ী দলের সদস্য ছিলেন। তিনি দেশটির হয়ে তিন সংস্করণ মিলিয়ে ৫৯টি ম্যাচ খেলেছেন।

দায়িত্ব পাওয়ার পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় টেইট বলেন, 'এই মুহূর্তে বাংলাদেশ ক্রিকেট দলের সঙ্গে যুক্ত হওয়াটা দারুণ ব্যাপার, অনেকটা নতুন একটি যুগ শুরুর মতো বলা যায়। সম্প্রতি তাদের তরুণ প্রতিভাবান ফাস্ট বোলারদের নিয়ে অনেক কথা হয়েছে, যা খুবই ইতিবাচক। এটি আন্তর্জাতিক ক্রিকেট, কোনো ডেভেলপমেন্ট টিম নয় এবং সবাই এই প্রতিভাদের কাছ থেকে ফল আশা করে। এটি এই ফাস্ট বোলিং গ্রুপের সঙ্গে আমার প্রধান লক্ষ্য এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো, দলের জন্য আরও বেশি জয় নিয়ে আসা।'

তিনি আরও বলেন, 'ফিল সিমন্সের সঙ্গে কাজ করার সুযোগ পাওয়াটাও সমান রোমাঞ্চকর এবং আমি সামনের পথচলা নিয়ে মুখিয়ে আছি।'

Comments

The Daily Star  | English

Israel welcomes 'all help' in striking Iran

Israel hits nuclear sites, Iran strikes hospital as conflict escalates

1d ago