ওয়ানডে র্যাঙ্কিংয়ে এগোল বাংলাদেশ

সুখবর পেল বাংলাদেশ নারী জাতীয় ক্রিকেট দল। আইসিসি ওয়ানডে র্যাঙ্কিংয়ের বার্ষিক হালনাগাদে উন্নতি হলো তাদের। এক ধাপ এগিয়ে সাত নম্বরে উঠে এলো টাইগ্রেসরা।
বুধবার সদস্য দেশগুলোর নারী ওয়ানডে র্যাঙ্কিংয়ের বার্ষিক হালনাগাদ প্রকাশ করেছে ক্রিকেট সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থ আইসিসি। সেখানে ২০২৪ সালের মে থেকে এখন পর্যন্ত খেলা ম্যাচগুলোর পারফরম্যান্সের শতভাগ বিবেচনায় নেওয়া হয়েছে। আর আগের দুই বছরের (২০২২ সালের মে থেকে ২০২৪ সালের এপ্রিল পর্যন্ত) পারফরম্যান্সের ৫০ ভাগ হিসাব করা হয়েছে।
বাংলাদেশের রেটিং পয়েন্ট এখন ৭৯। সবশেষ এক বছরে তারা খেলেছে ১১টি ওয়ানডে। সাফল্যের হার বেশ ভালো। সাতটি জয়ের বিপরীতে চারটিতে হেরেছে দলটি।
বাংলাদেশের মতো পাকিস্তানেরও উন্নতি হয়েছে এক ধাপ। অষ্টম স্থানে থাকা দলটি নিঃশ্বাস ফেলছে নিগার সুলতানা জ্যোতিদের ঘাড়ে। তাদের রেটিং পয়েন্ট ৭৮। দুই ধাপ পিছিয়ে নয়ে নেমে যাওয়া ওয়েস্ট ইন্ডিজের রেটিং পয়েন্ট ৭২। দশ নম্বরে থাকা আয়ারল্যান্ডের অর্জন ৫০ রেটিং পয়েন্ট।
র্যাঙ্কিংয়ের শীর্ষ ছয়ে আসেনি কোনো পরিবর্তন। ৪০ রেটিং পয়েন্টের বড় ব্যবধানে এগিয়ে এক নম্বরে রয়েছে অস্ট্রেলিয়া। তাদের রেটিং পয়েন্ট ১৬৭। ইংল্যান্ড ১২৭ রেটিং পয়েন্ট পেয়ে দুইয়ে আছে। পরের স্থানগুলোতে অবস্থান করছে যথাক্রমে ভারত (১২১ রেটিং পয়েন্ট), নিউজিল্যান্ড (৯৬ রেটিং পয়েন্ট), দক্ষিণ আফ্রিকা (৯০ রেটিং পয়েন্ট) ও শ্রীলঙ্কা (৮২ রেটিং পয়েন্ট)।
চলতি মাসের শুরুতে প্রকাশিত নারী টি-টোয়েন্টি র্যাঙ্কিংয়ের বার্ষিক হালনাগাদ অবশ্য দুঃসংবাদ পেয়েছিল বাংলাদেশ। সেখানে এক ধাপ পিছিয়ে দশে নেমে গিয়েছিল তারা।
Comments