ফিটনেস পরীক্ষায় পাস করেও কেন একাদশে নেই পারভেজ?

ছবি: এমিরেটস ক্রিকেট বোর্ড

সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টিতে বিস্ফোরক সেঞ্চুরি হাঁকানো পারভেজ হোসেন ইমন নেই দ্বিতীয় ম্যাচে। ফিটনেস পরীক্ষায় পাস করলেও সতর্কতার অংশ হিসেবে এই বাঁহাতি ওপেনারকে একাদশে রাখা হয়নি।

সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে পারভেজের একাদশে না থাকার কারণ জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

সেখানে বলা হয়েছে, আগের ম্যাচে ব্যাটিংয়ের সময় অস্বস্তি বোধ করেছিলেন ২২ বছর বয়সী তরুণ। সেকারণে বাংলাদেশের বোলিং চলাকালীন ফিল্ডিং করেননি তিনি, 'আরব আমিরাতের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টিতে ব্যাট করার সময় বাংলাদেশের ওপেনিং ব্যাটার পারভেজ হোসেন ইমন বাম কুঁচকিতে ব্যথা অনুভব করেন। সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে ওই ম্যাচের পরবর্তী ইনিংসে তিনি মাঠে নামেননি।'

সংবাদ বিজ্ঞপ্তিতে যোগ করা হয়েছে, ফিট থাকলেও পারভেজকে নিয়ে কোনো ঝুঁকি নিতে নারাজ টিম ম্যানেজমেন্ট, 'আজ পারভেজের ফিটনেস পরীক্ষা করা হয়েছে এবং তাকে একাদশে নেওয়ার জন্য উপযুক্ত ঘোষণা করা হয়েছে। তবে বিষয়টি সাবধানতার সঙ্গে বিবেচনায় নিয়ে টিম ম্যানেজমেন্ট তাকে সম্পূর্ণ সুস্থ হওয়ার জন্য আরও সময় দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে এবং আজকের ম্যাচের জন্য তাকে একাদশে অন্তর্ভুক্ত না করার সিদ্ধান্ত নিয়েছে।'

আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটের ইতিহাসে বাংলাদেশের দ্বিতীয় ব্যাটার হিসেবে গত শনিবার শারজাহতে সেঞ্চুরি করেন পারভেজ। মাত্র ৫৪ বলে ঠিক ১০০ রানের বিধ্বংসী ইনিংস খেলেন তিনি। তার ব্যাট থেকে আসে ৫ চার ও ৯ ছক্কা।

নজরকাড়া ব্যাটিংয়ে দুটি রেকর্ডও গড়েন পারভেজ। এই সংস্করণে বাংলাদেশের হয়ে দ্রুততম সেঞ্চুরির মালিক এখন তিনি। সেদিন তিনি শতক ছুঁয়েছিলেন ৫৩ বলে। আগের কীর্তি ছিল সাবেক অধিনায়ক তামিম ইকবালের। তিনি ২০১৬ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপে ধর্মশালায় ওমানের বিপক্ষে ৬০ বলে সেঞ্চুরি স্পর্শ করেছিলেন।

একইসঙ্গে টি-টোয়েন্টিতে টাইগারদের জার্সিতে এক ইনিংসে সর্বোচ্চ ছক্কার রেকর্ডও এখন পারভেজের দখলে। এই কীর্তি এতদিন ছিল রিশাদ হোসেনের। গত বছর সিলেটে শ্রীলঙ্কার বিপক্ষে ৩০ বলে ৫৩ রানের ইনিংসে ৭ ছক্কা মেরেছিলেন তিনি।

Comments

The Daily Star  | English
Starlink satellite

How to order your Starlink device from Bangladesh

Bangladeshi customers can place orders directly through Starlink’s official website at starlink.com. 

46m ago