মাঝপথে বদলে গেল ভেন্যু, শান্তির হ্যাটট্রিকে জয়রথে বাংলাদেশ

সকাল থেকে দফায় দফায় বৃষ্টিতে মাঠ হয়ে গেল খেলার জন্য অনুপযুক্ত। পানি জমে কর্দমাক্ত হয়ে যাওয়ায় প্রথমার্ধ কিংস অ্যারেনায় হলেও ভেন্যু বদলে দ্বিতীয়ার্ধ গড়াল কিংস অ্যারেনায় প্র্যাকটিস গ্রাউন্ডে। এমন অদ্ভুত ঘটনার সাক্ষী হওয়া ম্যাচে বাংলাদেশ দল বজায় রাখল জয়ের ধারা। শান্তি মার্ডির হ্যাটট্রিকে সাফ অনূর্ধ্ব-২০ নারী চ্যাম্পিয়নশিপে পয়েন্ট তালিকার শীর্ষস্থান মজবুত করল তারা।
মঙ্গলবার অনুষ্ঠিত ঘটনাবহুল ম্যাচে ৪-১ গোলে ভুটানকে উড়িয়ে দিয়েছে পিটার বাটলারের শিষ্যরা। একাদশে একটি-দুটি নয়, মোট নয়টি পরিবর্তন এলেও মাঠে অব্যাহত ছিল মেয়েদের দাপট। শান্তির অসাধারণ নৈপুণ্যের পাশাপাশি জাল খুঁজে নেন বদলি নামা মুনকি আক্তার। ভুটানের হয়ে সান্ত্বনাসূচক গোলটি করেন সাঙ্গাই ওয়াংমো।
বিকাল তিনটায় কিংস অ্যারেনায় নেমে ভীষণ প্রতিকূল পরিস্থিতির মধ্যে পড়তে হয় দুই দলের ফুটবলারদের। বল কাদা ও পানিতে আটকে যাওয়ায় খেলার স্বাভাবিক ছন্দে ব্যাঘ্যাত ঘটছিল বারবার। ফুটবলাররা পারছিলেন না শরীরের ভারসাম্য ধরে রাখতে। এভাবে প্রথমার্ধ শেষ হওয়ার পর দ্বিতীয়ার্ধের খেলা নির্ধারিত সময়ে শুরু করা যায়নি। মাঠ উপযোগী করার আপ্রাণ চেষ্টা করেও ব্যর্থ হন মাঠকর্মীরা। ফলে বিকাল সাড়ে পাঁচটায় ম্যাচ কমিশনার সিদ্ধান্ত জানান, কিংস অ্যারেনার প্র্যাকটিস গ্রাউন্ডে হবে ম্যাচের বাকি অংশ। প্রায় তিন ঘণ্টার ব্যবধানে সন্ধ্যা ছয়টা ৪৫ মিনিটে শুরু হয় দ্বিতীয়ার্ধ। এরপর ফিরে আসে ফুটবল মাঠের চিরচেনা রূপ।

এই ম্যাচে মূলত বেঞ্চের শক্তি পরখ করে দেখেন বাংলাদেশের ব্রিটিশ কোচ বাটলার। নেপালের বিপক্ষে আগের ম্যাচের মূল একাদশের স্রেফ দুজনকে একাদশে রাখেন তিনি। তারা হলেন শান্তি ও বন্যা আক্তার। গত ম্যাচে লাল কার্ড দেখায় খেলার সুযোগ ছিল না এখন পর্যন্ত চলতি সাফে চার গোল করা মোসাম্মৎ সাগরিকার।
ম্যাচের সপ্তম মিনিটে তিনবারের চেষ্টায় গোল পেয়ে এগিয়ে যায় বাংলাদেশ দল। শুরুতে নেপালের বিপক্ষে ম্যাচের জয়ের নায়ক তৃষ্ণা রানীর শট রুখে দেন প্রতিপক্ষের গোলরক্ষক পেমা ইয়াংজম। এরপর শান্তির প্রথম প্রচেষ্টা ভুটানের এক খেলোয়াড় ব্লক করলেও দ্বিতীয়বারে বাঁ পায়ের শটে জাল কাঁপান তিনি। আক্রমণ-পাল্টা আক্রমণে প্রথমার্ধে দুই দলই আরও কয়েকটি সুযোগ তৈরি করে। তবে বিরুদ্ধ পরিবেশে খেলা কঠিন হয়ে পড়ায় কাঙ্ক্ষিত গোলের দেখা মেলেনি।

ভেন্যু বদলে লম্বা সময় পর গড়ায় দ্বিতীয়ার্ধের খেলা। ম্যাচের ৫৩তম মিনিটে স্বাগতিকদের স্তব্ধ করে দিয়ে সমতা টানে ভিন্ন জার্সিতে খেলতে নামা ভুটান। বাংলাদেশের রক্ষণভাগের দুর্বলতার সুযোগে লক্ষ্যভেদ করেন ওয়াংমো। তবে ঘুরে দাঁড়াতে সময় নেয়নি লাল-সবুজের প্রতিনিধিরা। চার মিনিট পর মার্ডির গোলে ফের এগিয়ে যায় তারা। ডানদিক থেকে বন্যার কর্নারে রুপা আক্তার হেড করার পর বেশ কাছ থেকে নিশানা ভেদ করেন তিনি।
৭৬তম মিনিটে ম্যাচের চালকের আসনে বসে পড়ে বাংলাদেশ দল। বদলি মুনকি একক নৈপুণ্যে করেন মনে রাখার মতো একটি গোল। মাঝমাঠের একটু সামনে শান্তির কাছ থেকে বল পেয়ে ভুটানের দুই খেলোয়াড়কে কাটিয়ে বামপ্রান্ত দিয়ে ডি-বক্সে ঢুকে পড়েন তিনি। এরপর ডান পায়ের কোণাকুণি শটে দূরের পোস্ট দিয়ে জাল খুঁজে নেন। তিন মিনিট পর হ্যাটট্রিক পূর্ণ করে বাংলাদেশের জয় একরকম নিশ্চিত করেন শান্তি। বদলি উমেহলা মারমার উঁচু করে বাড়ানো বলে জোরাল শটে ইয়াংজমকে পরাস্ত করেন তিনি। চলমান আসরে এটি তার চতুর্থ গোল।
রাউন্ড রবিন লিগ পদ্ধতির এবারের সাফ চ্যাম্পিয়নশিপে পয়েন্ট তালিকায় শীর্ষস্থান ধরে রেখেছে শিরোপাপ্রত্যাশী বাংলাদেশ। তিন ম্যাচে তাদের অর্জন পূর্ণ ৯ পয়েন্ট। দুই ম্যাচ খেলে ৩ পয়েন্ট পাওয়া নেপালের অবস্থান দুইয়ে। তিন ম্যাচে ভুটানের পয়েন্ট সমান হলেও গোল পার্থক্যে পিছিয়ে তারা রয়েছে তিনে। তলানিতে থাকা শ্রীলঙ্কা দুই ম্যাচ খেলে এখনও পয়েন্টের খাতা খুলতে পারেনি।
Comments