দর্শকের গালিগালাজের জবাব দিতে গেলেন শামীম, আটকালেন তানজিম

Shamim Hossain Patwari

মাত্রই সংযুক্ত আরব আমিরাতের কাছে সিরিজ হেরে ড্রেসিংরুমে ফিরছে বাংলাদেশ দল, খেলোয়াড়দের অবস্থা বিধ্বস্ত। হারটা নিশ্চিতভাবেই সমর্থকদের মনেও দিয়েছে ধাক্কা। ক্ষোভ থেকেই এক দর্শকের মুখের ভাষা শালীন থাকল না, তার সঙ্গে মিলে আরও কজন দিচ্ছিলেন দুয়োধ্বনি। বাকি ক্রিকেটাররা এসব শুনে নীরবে মাথা নুইয়ে চলে গেলেও শামীম হোসেন পাটোয়ারি স্থির থাকতে পারলেন না।

বুধবার রাতে শারজায় সংযুক্ত আরব আমিরাতের কাছে ৭ উইকেটে হারার পর ঘটে এই ঘটনা। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া এক ভিডিওতে দেখা যায়, বাংলাদেশ দলের ক্রিকেটারদের দেখে ক্রমাগত গালি দিচ্ছিলেন এক দর্শক। সব ক্রিকেটার মাথা নিচু করে তা না শোনার ভান করে ভেতরে চলে যাচ্ছিলেন। শামীম তা না করে দাঁড়িয়ে যান। ওই দর্শককে ইঙ্গিত করে নিচে নামতে বলেন। এতে দর্শকরা আরও ক্ষেপে গিয়ে 'ভুয়া', 'ভুয়া' চিৎকার দিতে থাকেন।

পরে খানিকটা এগিয়ে যাওয়া তানজিম হাসান সাকিব ফিরে এসে সতীর্থ শামীমকে টেনে নিয়ে ভেতরে চলে যান।  খোঁজ নিয়ে জানা গেছে, ওই দর্শকের গালি শুনে শামীম জবাব দিতে চাইলেও পরে বাড়াবাড়ি কিছু হয়নি। তিনি শান্ত হয়ে ড্রেসিংরুমে চলে যান। 

ঘরোয়া ক্রিকেটে ছন্দ দেখালেও এবার সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে সিরিজে হাসেনি শামীমের ব্যাট। তিন ম্যাচে মোটে করতে পারেন মাত্র ২১ রান। প্রথম ম্যাচে ৬ রানে আউট হয়ে যান, পরের ম্যাচে ৬ রানে অপরাজিত ছিলেন। তৃতীয় ম্যাচে দলের চরম বিপর্যয়ে দাবি মেটাতে পারেননি। ৯ রান করে  ফেরেন উইকেটের পেছনে ক্যাচ দিয়ে। বাঁহাতি এই ব্যাটার এখন দর্শকদের সঙ্গে ঝামেলায় জড়িয়ে আলোচনায়। 

Comments

The Daily Star  | English

BNP's Farroque urges CA to request 3 advisory council members to resign

Claims absence of election roadmap fuelling political instability

10m ago