সতীর্থের বিরুদ্ধে চুরির অভিযোগ ভারতীয় ক্রিকেটারের

সতীর্থের বিরুদ্ধে চুরির অভিযোগ এনেছেন ভারতীয় নারী ক্রিকেট দলের তারকা অলরাউন্ডার দীপ্তি শর্মা। দিল্লির ব্যাটার আরুশি গোয়েলের বিরুদ্ধে তার আগ্রার ফ্ল্যাট থেকে মূল্যবান জিনিসপত্র চুরির অভিযোগ তুলেছেন তিনি। এমন সংবাদই করেছেন ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া।

আরুশির বিরুদ্ধে মূল অভিযোগ, দীপ্তির অনুপস্থিতিতে তার আগ্রার ফ্ল্যাটে ঢুকে সোনা-রুপার গয়না, দুই লাখ টাকার বিদেশি মুদ্রাসহ প্রায় ২৫ লাখ টাকার জিনিস চুরি করেছেন। গোয়েল ভারতীয় রেলের একজন জুনিয়র ক্লার্ক এবং নারী প্রিমিয়ার লিগের ইউপি ওয়ারিয়র্স দলে দীপ্তির সতীর্থ ছিলেন আরুশি। দীর্ঘদিন একই দলে খেলায় দু'জনের মধ্যে সখ্যতা গড়ে উঠেছিল।

টাইমস অব ইন্ডিয়াকে আগ্রার অ্যাসিস্ট্যান্ট কমিশনার অফ পুলিশ সুকন্যা শর্মা জানিয়েছেন, 'দীপ্তির ভাই সুমিত শর্মা আগ্রার সদর থানায় অভিযোগ দায়ের করেন। প্রাথমিক তদন্তে অভিযোগের ভিত্তিতে কিছু সত্যতা পাওয়া গেছে। এরপর আমরা বিএনএস ধারা অনুযায়ী এফআইআর রেকর্ড করি।'

প্রতিবেদনে আরও জানানো হয়েছে, 'দীপ্তি ও আরুশি একসঙ্গে খেলার সূত্রে ঘনিষ্ঠ হয়ে ওঠেন। এরপর আরুশি ও তার পরিবারের সদস্যরা নানা "জরুরি প্রয়োজনে" ও আর্থিক সমস্যার কথা বলে দীপ্তির কাছ থেকে অর্থ আদায় করতে থাকেন।'

আইএএনএসের একটি প্রতিবেদনে আগ্রার ডেপুটি কমিশনার অফ পুলিশ সোনম কুমার বলেন, 'সতীর্থ আরুশি গোয়েল ও তাঁর পরিবারের বিরুদ্ধে ২৫ লাখ টাকার প্রতারণা ও চুরির অভিযোগ করেছেন দীপ্তি শর্মা, যিনি একজন ইউপি ডিএসপি ও জাতীয় ক্রিকেটার। দীপ্তির ভাই অভিযোগ জানানোর পর তদন্ত শুরু হয়েছে।'

সম্প্রতি দীপ্তি ইংল্যান্ড সফরের জন্য ভারতের সাদা বলের স্কোয়াডে জায়গা পেয়েছেন। ইংল্যান্ড সফরে থাকবে ৫টি টি-টোয়েন্টি ও ৩টি ওয়ানডে। অন্যদিকে, আরুশি গোয়েলকে ২০২৫ নারী প্রিমিয়ার লিগে চলতি মৌসুমের জন্য ১০ লাখ টাকা মূল্যে দলে ভেড়ায় ইউপি ওয়ারিয়র্স।

Comments

The Daily Star  | English

Iran strikes back at Israel with missiles over Jerusalem, Tel Aviv

Iran's Supreme Leader accuses Israel of initiating war, vows painful revenge

2h ago