মন্থর ওভাররেটে শাস্তি পেলেন পাতিদার ও কামিন্স

শুক্রবার রাতে চোটে থাকায় রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুকে নেতৃত্ব দিতে পারেননি রজত পাতিদার। ইম্পেক্ট বদলি হিসেবে নামেন কেবল ব্যাটিংয়ে। তার বদলে ভারপ্রাপ্ত দায়িত্বে ছিলেন জিতেশ শর্মা। তবে নিয়মিত অধিনায়ক হওয়ায় মন্থর ওভাররেটের কারণে শান্তি পেলেন পাতিদারই। শান্তি পেয়েছেন সানরাইজার্স হায়দরাবাদের অধিনায়ক প্যাট কামিন্সও।

লখনউতে লিগ পর্বের ম্যাচে বেঙ্গালুরুকে ৪২ রানে হারায় সানরাইজার্স। আগে ব্যাট করে ২৩১ রান করে সানরাইজার্স, জবাবে ১৮৯ রানে আটকে যায় বেঙ্গালুরু।

আসরে দ্বিতীয় বার মন্থর ওভার রেটের খড়গে পড়ায় বেঙ্গালুরু অধিনায়ক পাতিদারকে ২৪ লাখ রুপি জরিমানা করা হয়েছে। ইম্পেক্ট বদলিসহ একাদশে থাকা বাকি সব ক্রিকেটারকে ম্যাচ  ফির ২৫ শতাংশ কিংবা ৬ লাখ রুপি জরিমানা করা হয়েছে।

একই অভিযোগে সানরাইজার্স অধিনায়ক কামিন্সকে ১২ লাখ রুপি জরিমানা করা হয়।

Comments

The Daily Star  | English

BNP, Yunus meeting underway at Jamuna

Four BNP leaders, led by Khandaker Mosharraf Hossain, reached Yunus' official residence at 7:33pm

58m ago