আমিরাতের কাছে হারের ধাক্কায় জেগে উঠবে বাংলাদেশ, বিশ্বাস করেন সিমন্স

phil simmons

নামে-ভারে অনেক পিছিয়ে থাকা সংযুক্ত আরব আমিরাতের কাছে টি-টোয়েন্টি সিরিজ হেরে যাওয়ায় চরম সমালোচনায় পড়েছে বাংলাদেশ দল। তবে পাকিস্তান সফরে এই হারই নাকি ইতিবাচকভাবে কাজে লাগবে। এমনটা বিশ্বাস করেন খোদ প্রধান কোচ ফিল সিমন্স।

আমিরাত ধাক্কার পর বাংলাদেশ এখন আছে পাকিস্তান সফরে। আগামীকাল (বুধবার) রাতে লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে স্বাগতিকদের সঙ্গে শুরু হবে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ।

এই ম্যাচের আগে দলের হয়ে কথা বলেছেন কোচ সিমন্স। আমিরাত বিপর্যয় প্রসঙ্গে কোচ তেতে উঠার কথা বলেন,  'সংযুক্ত আরব আমিরাতে কাছে সিরিজ হারটা ছিল কঠিন। তবে কখনও কখনও এসবও দলকে জাগিয়ে দেয়। আশা করি, এটা (আমিরাতের কাছে হার) দলকে চাঙা করে তুলবে। আমাদের মনোবল দুর্দান্ত।'

সিমন্স জানান আমিরাতের কাছে হারলেও লিটন দাসরা মানসিকভাবে ফুরফুরে মেজাজে আছেন। কাজেই পাকিস্তানকে হারানোর সুযোগও দেখছেন তিনি,  'মনোবল দারুণ, খুব ভালো মানসিকতায় আছে ওরা। আমি মনে করি, এই সিরিজ জয়ের দারুণ সুযোগ আছে।'

আন্তর্জাতিক ক্রিকেটে পাকিস্তানের সময়টাও ভালো যাচ্ছে না। তবে সেসব হিসেব না করে নিজেদের সেরাটা খেলতে চান সিমন্স,  'লোকে বলছে, পাকিস্তান খুব ভালো ফর্মে নেই। তবে ব্যাপারটি হলো নির্দিষ্ট দিনে কী হয়। আমাদের ভালো সুযোগ আছে সিরিজ জয়ের। পাকিস্তানকে টি-টোয়েন্টিতে হারানোর সেরা সময় কি না, জানি না। তবে আমাদের সেরাটা খেলার সময় অবশ্যই।'

টেইটের সংযুক্তি, মোস্তাফিজের অভাব

বোলিং আক্রমণে পাকিস্তান সিরিজে বাংলাদেশের ভালো-মন্দ দুই রকমের খবর আছে। পেস বোলিং কোচ হিসেবে একদিকে দলে যোগ দিচ্ছেন শন টেইট। আবার আইপিএলে চোট পেয়ে এই সিরিজ থেকে ছিটকে গেছেন মোস্তাফিজুর রহমান। 

টেইটের যোগ দেওয়ায় দল ঋদ্ধ হলো মনে করেন সিমন্স, 'আমি মনে করি, শট টেইট দারুণ এক সংযুক্তি। শুধু বোলারদের জন্যই নয়, গোটা দলের জন্যও।'

একই সঙ্গে মোস্তাফিজ না থাকার ঘাটতি যে বাংলাদেশ টের পাবে সেটা আড়াল করেননি কোচ, 'তার (মোস্তাফিজ) অভাব তো অনুভূত হবেই। সে এখন দলের সিনিয়র পেসার। এছাড়া আইপিএলে যেভাবে বোলিং করেছে, আমরা তাকে অবশ্যই মিস করব। তবে এটা অন্য একজনের জন্য সুযোগ এগিয়ে আসার এবং এই সিরিজে তার জায়গা নেওয়ার।'

'কাউকে না কাউকে সেই দায়িত্বটা নিতে হবে। আশা করি, কোনো একজন বোলার এগিয়ে আসবে এবং বলবে যে, আমি এই সিরিজে ফিজের ভূমিকা পালন করব।'

Comments

The Daily Star  | English

Child rape cases rise nearly 75% in 7 months

Shows ASK data; experts call for stronger laws, protection

1h ago