ফারুকের মনোনয়ন বাতিল করল ক্রীড়া পরিষদ

Faruque Ahmed

ক্রীড়া মন্ত্রণালয় তাকে আর সভাপতি পদে চায় না, ফারুক আহমেদ নিজেই জানিয়েছিলেন তা। তবে পদত্যাগ করতে চান না বলে অনড় অবস্থানে ছিলেন তিনি। এই অবস্থায় তার পথ রুদ্ধ করে দিল জাতীয় ক্রীড়া পরিষদ। ক্রীড়া পরিষদের যে মনোনয়নে কাউন্সিলর হয়ে বিসিবিতে পরিচালক ও পরে সভাপতি হন ফারুক, সেই মনোনয়নই তুলে নিয়েছে তারা।

বৃহস্পতিবার (২৯ মে ২০২৫) গভীর রাতে এনএসসি একটি প্রেস বিজ্ঞপ্তি জারি করে জানায় যে, বোর্ড পরিচালকদের পাঠানো চিঠি পর্যালোচনা এবং বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) তদন্ত প্রতিবেদন মূল্যায়নের পর তারা এই সিদ্ধান্ত নিয়েছে।

বর্তমান বিসিবি বোর্ডে নাজমুল আবেদীন ফাহিমের পাশাপাশি ফারুক আহমেদও এনএসসি মনোনীত দুই পরিচালকের একজন ছিলেন। ফারুক ও ফাহিম জালাল ইউনূস ও সাজ্জাদুল আলম ববির জায়গায় গত ২১ আগস্ট বিসিবিতে পরিচালক হিসেবে যোগ দেন। একই দিনে ফারুক বিসিবি সভাপতি নির্বাচিত হন। আওয়ামী লীগ সরকারের পতনের পর নাজমুল হাসান পাপন পদত্যাগ করলে তিনি স্থলাভিষিক্ত হন।

ক্রীড়া পরিষদ মনোনয়ন বাতিল করায় ফারুকের পরিচালক পদ ও সভাপতি পদের অবসান ঘটবে, কারণ পরিচালক না থাকলে কেউ বিসিবির সভাপতি হতে পারেন না। আবার কাউন্সিলর না থাকলে পরিচালক হওয়া যায় না।

ফারুকের জায়গায় কাউন্সিলর হয়ে বিসিবিতে পরিচালক হিসেবে যোগ দিতে যাচ্ছেন সাবেক অধিনায়ক আমিনুল ইসলাম বুলবুল। খুবই শিগগিরই এই সম্পর্কিত প্রজ্ঞাপন জারি হতে পারে। বুলবুল পরিচালক হলে বিসিবির বিশেষ সভায় তাকে সভাপতি নির্বাচিত করাও প্রায় ঠিক হয়ে আছে।

Comments

The Daily Star  | English

Iran media report explosions in country's north

Israeli Prime Minister Benjamin Netanyahu said Israel had agreed to Trump's ceasefire proposal

2d ago