আজই বিসিবি সভাপতি হচ্ছেন আমিনুল!

জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি) আমিনুল ইসলাম বুলবুলকে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কাউন্সিলর হিসেবে অনুমোদন দিয়েছে। ফলে আজ বিকালেই বিসিবির পরিচালনা পর্ষদের সভায় প্রথমে পরিচালক ও পরে নতুন সভাপতি নির্বাচিত হতে পারেন তিনি।

শুক্রবার বিসিবির একাধিক কর্মকর্তা বাংলাদেশ জাতীয় দলের সাবেক অধিনায়ক আমিনুলের কাউন্সিলরশিপ পাওয়ার কথা নিশ্চিত করেছেন দ্য ডেইলি স্টারকে।

বিসিবিতে ক্রীড়া পরিষদ মনোনীত কাউন্সিলরের সংখ্যা পাঁচজন। তাদের মধ্যে দুজন পরিচালক হন। গতকাল রাতে একজন কাউন্সিলরকে সরিয়ে আমিনুলকে কাউন্সিলর করেছে এনএসসি। অন্যদিকে, পরিচালক হিসেবে ফারুক আহমেদের মনোনয়ন বাতিল করেছে তারা। ফলে বিসিবি সভাপতির দায়িত্বে থাকার যোগ্যতা স্বয়ংক্রিয়ভাবে হারিয়ে ফেলেছেন তিনি। কারণ, পরিচালক না থাকলে কেউ সভাপতি হতে পারেন না।

সংবাদ বিজ্ঞপ্তিতে ক্রীড়া পরিষদ জানায়, ৮ জন পরিচালক অনাস্থা প্রস্তাব দাখিল করেছেন ফারুকের ওপর। তাছাড়া, বিপিএল বিষয়ে গঠিত সত্যানুসন্ধান কমিটির প্রতিবেদন পর্যালোচনায় বিসিবির কার্যক্রম স্বাভাবিক রাখতে চায় এনএসসি। তাই ফারুকের মনোনয়ন বাতিল করা হয়েছে।

ফারুক দুদিন আগে গণমাধ্যমকে বলেন, অন্তর্বর্তী সরকারের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা তাকে বিসিবির সভাপতি পদে না থাকার পরামর্শ দিয়েছেন। তবে পদত্যাগ না করার সিদ্ধান্তে অনড় তিনি। গতকাল দ্য ডেইলি স্টারকে জানান, 'আমি আপাতত পদত্যাগ নিয়ে ভাবছি না। কেউ আমাকে সুনির্দিষ্ট কারণ বলেনি। আমি নিজে থেকে বিসিবিতে আসিনি। আমাকে নির্বাচন ও মনোনয়নের মাধ্যমে আনা হয়েছে। তাই জানতে চাই, আমার অপরাধ কী? কেন আমি সরে যাব? অন্যরা থাকলে আমি কেন যাব?'

আজ বিকাল ৪টা ৩০ মিনিটে বিসিবির পরিচালনা পর্ষদের একটি জরুরি সভা আহ্বান করা হয়েছে। সূত্র জানিয়েছে, সভায় আমিনুলকে নতুন সভাপতি হিসেবে নির্বাচিত করা হবে। বেশিরভাগ পরিচালকের সম্মতি থাকায় এই আয়োজনকে কেবল আনুষ্ঠানিকতা হিসেবে দেখা হচ্ছে।

আমিনুল নিজেও দায়িত্ব গ্রহণে ইতিবাচক মনোভাব প্রকাশ করেছেন। তিনি গতকাল দ্য ডেইলি স্টারকে বলেন, 'হ্যাঁ (ক্রীড়া পরিষদ থেকে প্রস্তাব দেওয়া হয়েছে)। তাদের কথা দেওয়ার আগে আমি যেখানে চাকরি করি, মানে আইসিসির সঙ্গে কথা বলার ব্যাপার ছিল। আমি বলেছি, আইসিসির কোনো আপত্তি নেই। আমি অল্প সময়ের জন্য আসব, তারপর হয়তো আইসিসিতেই ফিরে যাব।'

গত বছরের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর পরিবর্তনের স্রোতে বিসিবিতেও আসে বদল। ২১ আগস্ট এনএসসির মনোনয়নে প্রথমে বোর্ড পরিচালক হয়ে পরে সভাপতি নির্বাচিত হন ফারুক। তবে মাত্র ৯ মাসের ব্যবধানেই তার জায়গায় নতুন সভাপতি আসার পথ প্রস্তুত।

Comments

The Daily Star  | English

Chhatra Dal rally begins at Shahbagh

BNP’s Acting Chairman Tarique Rahman joined the rally virtually as the chief guest

3h ago