পাকিস্তানকে ১৯৭ রানের লক্ষ্য দিল বাংলাদেশ

দুই ওপেনার পারভেজ হোসেন ইমন ও তানজিদ হাসান তামিম এনে দিলেন উড়ন্ত সূচনা। পেলেন শতরানের জুটি। তাতে বড় রানের ভিত পেয়ে যায় বাংলাদেশ। সেই ভিতে ইমারত গড়ার কাজটা করলেন বাকি ব্যাটাররা। তাতে দুইশর কাছাকাছি পুঁজি পেয়েছে টাইগাররা।

রোববার লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডে ম্যাচে টস হেরে আগে ব্যাটিংয়ে নেমে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেটে ১৯৬ রান করেছে বাংলাদেশ। অর্থাৎ জিততে হলে ১৯৭ রান করতে হবে পাকিস্তানকে।

তবে তানজিদ ও ইমন যখন ব্যাটিং করছিলেন তখন মনে হয়েছিল সহজেই দুইশ পেরিয়ে যাবে বাংলাদেশ। ১০.১ ওভারে আসে দলীয় শতরান। আর ১৪.৫ ওভারেই দেড়শ ছুঁয়ে ফেলে বাংলাদেশ। কিন্তু শেষ পাঁচ ওভারে তেমন আগ্রাসী হতে পারেনি টাইগাররা। ১৬তম ওভারে আব্বাস আফ্রিদি কেবল ছয়টি সিঙ্গেল দেওয়ার পর ১৮তম ওভারে এসে দুই রানের খরচায় দেন জোড়া ধাক্কা।

এদিন সিরিজে প্রথমবারের মতো ব্যাটিংয়ের সুযোগ পেয়ে দারুণভাবে তা কাজে লাগান দুই ওপেনার ইমন ও তানজিদ। গড়েন ১১০ রানের জুটি। যেখানে ইমন খেলেন ৬৬ রানের বিধ্বংসী এক ইনিংস। ৩৪ বলের ইনিংসটি সাজিয়েছেন ৭টি চার ও ৪টি ছক্কায়।

কিছুটা দেখে খেলে তানজিদ করেন ৩২ বলে ৪২ রান। মারেন সমান দুটি করে চার ও ছক্কা। এরপর অধিনায়ক লিটন দাস ও তাওহিদ হৃদয় দুইজনই ১৮ বল মোকাবেলা করে করেন যথাক্রমে ২২ ও ২৫ রান। শেষ দিকে জাকের আলী ৯ বলে ১৫ রানের ক্যামিও খেলেন। পাকিস্তানের পক্ষে দুটি করে উইকেট নেন হাসান আলী ও আফ্রিদি।  

Comments

The Daily Star  | English

Iran says it will not violate ceasefire deal unless Israel does

Israeli Prime Minister Benjamin Netanyahu said Israel had agreed to Trump's ceasefire proposal

2d ago