শেষ হলো দক্ষিণ আফ্রিকার ৯৭২২ দিনের অপেক্ষা

ছবি: আইসিসি এক্স

৯৭২২ দিন— দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে দ্বিতীয়বারের মতো আইসিসি টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছে দক্ষিণ আফ্রিকা। ১৯৯৮ সালের নকআউট বিশ্বকাপের (বর্তমান চ্যাম্পিয়ন্স ট্রফি) পর এটাই তাদের প্রথম বৈশ্বিক শিরোপা। শনিবার লর্ডসে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ২০২৩-২৫ চক্রের ট্রফি উঁচিয়ে ধরেছে দলটি।

তৃতীয় দল হিসেবে টেস্ট চ্যাম্পিয়নশিপ জিতেছে প্রোটিয়ারা। ফাইনালের চতুর্থ দিনের প্রথম সেশনেই অস্ট্রেলিয়াকে ৫ উইকেটে হারিয়েছে তারা। পরিসংখ্যানের আলোকে দেখে নিন তাদের স্মরণীয় জয়:

২৮২
ঐতিহাসিক ফাইনালে অস্ট্রেলিয়ার বিপক্ষে ২৮২ রানের লক্ষ্য তাড়া করে জিতেছে দক্ষিণ আফ্রিকা। এটি তাদের টেস্ট ইতিহাসের পঞ্চম সর্বোচ্চ রান তাড়া করে জয়। এই পাঁচটির মধ্যে চারটিই আবার এসেছে অজিদের বিপক্ষে। আর লর্ডসে এটি যৌথভাবে দ্বিতীয় সর্বোচ্চ সফল রান তাড়ার ঘটনা।


টেস্ট চ্যাম্পিয়নশিপে টানা ৮ ম্যাচ জয়ের রেকর্ড গড়েছে টেম্বা বাভুমার নেতৃত্বাধীন দলটি। এই সংস্করণে টানা এর চেয়ে বেশি জয়ের কীর্তি আর একটি আছে দক্ষিণ আফ্রিকার। ২০০২-০৩ মৌসুমে তারা জিতেছিল টানা ৯ ম্যাচ। এছাড়া, টেস্ট চ্যাম্পিয়নশিপে ভারত ও নিউজিল্যান্ডের আছে টানা ৭ ম্যাচ জয়ের নজির।

১৩৮
এই ম্যাচের প্রথম ইনিংসে মাত্র ১৩৮ রানেই অলআউট হয় দক্ষিণ আফ্রিকা। বিদেশের মাটিতে জয় পাওয়া ম্যাচে এটি প্রথম ইনিংসে তাদের সর্বনিম্ন সংগ্রহ।


ইংল্যান্ডের মাটিতে কোনো টেস্টের চতুর্থ ইনিংসে সেই ম্যাচের সর্বোচ্চ দলীয় স্কোর করে জয়ী হওয়া তৃতীয় দল দক্ষিণ আফ্রিকা। শেষ ইনিংসে ওয়েস্ট ইন্ডিজ ১৯৮৪ সালে লর্ডসেই ৩৪৪ এবং ১৯৮৮ সালে ওভালে ২২৬ রান করে জিতেছিল। আর ইংল্যান্ড ২০১৯ সালে হেডিংলিতে চতুর্থ ইনিংসে ৩৬২ রান তুলে পেয়েছিল জয়।


অধিনায়ক হিসেবে প্রথম ১০ টেস্টের ৯টিতে জেতার কীর্তি গড়েছেন দক্ষিণ আফ্রিকার বাভুমা। বাকিটিতে ড্র করেছে তার দল। এর আগে কেবল ইংল্যান্ডের পার্সি চ্যাপম্যান অধিনায়ক হিসেবে প্রথম ১০ টেস্টে ৯টি জয়ের স্বাদ পেয়েছিলেন।

১৩৬
এই টেস্টের নায়ক ছিলেন প্রোটিয়া ওপেনার এইডেন মার্করাম। দলের প্রথম ইনিংসে শূন্য রানে আউট হওয়ার পর ম্যাচের চতুর্থ ইনিংসে তিনি খেলেন ১৩৬ রানের অসাধারণ ইনিংস। লর্ডসে দলের প্রথম ইনিংসে ডাক মারার পর ম্যাচের চতুর্থ ইনিংসে সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংসের তালিকায় মার্করামের অবস্থান এখন দুইয়ে। শীর্ষে আছেন ওয়েস্ট ইন্ডিজের রয় ফ্রেডেরিক্স। তিনি ১৯৮৪ সালে ইংল্যান্ডের বিপক্ষে চতুর্থ ইনিংসে করেছিলেন ১৩৮ রান।


এটি কোনো টেস্টের চতুর্থ ইনিংসে মার্করামের তৃতীয় সেঞ্চুরি। দক্ষিণ আফ্রিকার হয়ে চতুর্থ ইনিংসে সর্বোচ্চ সংখ্যক সেঞ্চুরির তালিকায় তার উপরে আছেন কেবল গ্রায়েম স্মিথ (৪টি সেঞ্চুরি)।

Comments

The Daily Star  | English

‘People's will, not mine’

Yunus tells Malaysia's Bernama why he stepped into Bangladesh's political hot seat

9h ago