বৃষ্টির বাগড়ার পর খেলা শুরু

ছবি: এএফপি

টানা চলতে থাকা বৃষ্টি থেমে গেছে। কালো মেঘ সরে গিয়ে আকাশে উঁকি দিয়েছে রোদ। মাঠকর্মীরা মাঠ খেলার উপযোগী করার পর তা পরিদর্শন করেছেন আম্পায়াররা। তাদের সিদ্ধান্ত অনুসারে, বাংলাদেশ সময় বিকাল ৪টা ৪৫ মিনিট থেকে শুরু হয়েছে খেলা।

গলে বাংলাদেশ ও শ্রীলঙ্কার মধ্যকার দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টের দ্বিতীয় দিনের খেলা চলছে বুধবার। চা বিরতির সময় বাদ দিলে বৃষ্টির কারণে প্রায় ২ ঘণ্টা ১৫ মিনিটের মতো খেলা বন্ধ ছিল। বাংলাদেশ সময় অনুসারে, আলো থাকা সাপেক্ষে সর্বোচ্চ সন্ধ্যা সাড়ে ৬টা পর্যন্ত খেলা চলবে। বৃষ্টির বাগড়ায় সময় হারিয়ে যাওয়ায় ১৮ ওভার কম খেলা হবে। বাকি সময়ে সর্বোচ্চ ৩১.৪ ওভারের খেলা হতে পারে।

এর আগে বাংলাদেশ ৪ উইকেটে ৪২৩ রান তোলার পর মাঠ ছাড়েন খেলোয়াড়-আম্পায়াররা। মুশফিক ৩২৫ বলে ১৫৯ রানে ব্যাটিং করছিলেন। তার সঙ্গী লিটন ৮৪ বলে খেলছিলেন ৬১ রানে।

বাংলাদেশ সময় অনুসারে, দুপুর দুইটা ১০ মিনিটে খেলা বন্ধ হয়। টানা বৃষ্টির কারণে দ্বিতীয় সেশনের এক ঘণ্টা ভেসে যায়। এরপর নির্ধারিত সময়েই চা বিরতি ডাকেন আম্পায়াররা। তৃতীয় সেশনের খেলাও শুরু করা যায়নি সময়মতো। লম্বা সময় অপেক্ষার পর বৃষ্টি থামলে মাঠ তৈরি করে অবশেষে ফের ব্যাট-বলের লড়াই চালু করা গেছে।

৪ উইকেটে ৩৮৩ নিয়ে লাঞ্চের পর ব্যাটিংয়ে নেমে কিছুক্ষণের মধ্যেই নিজের দেড়শ রান পূরণ করেন মুশফিক। ক্যারিয়ারের ১২টি সেঞ্চুরির সাতটিতেই ১৫০ রান ছোঁয়ার কীর্তি গড়লেন তিনি। এরপর দুঃসময় পেরিয়ে নিজের ফিফটি স্পর্শ করেন লিটন। টেস্টে আগের ১০ ইনিংসে তিনি করেছিলেন মাত্র ১৩৩ রান। ৬৪ বলে পাঁচটি চার ও একটি ছক্কায় তিনি পঞ্চাশ পূরণ করেন ওয়ানডে স্টাইলে।

ইতোমধ্যে মুশফিক-লিটনের জুটির শতরান রান পূর্ণ হয়েছে। সেজন্য তাদের লাগে ১৭০ বল। খেলা ফের চালু হওয়ার আগে ২০৫ বলে তাদের অবিচ্ছিন্ন পঞ্চম উইকেট জুটির সংগ্রহ ১১৪ রান।

খেলা বন্ধ হওয়ার ঠিক আগের বলে জোরাল আবেদন হয়েছিল মুশফিকের বিপক্ষে। আম্পায়ার সাড়া না দেওয়ায় রিভিউয়ের সাহায্য নেন লঙ্কান অধিনায়ক ধনাঞ্জয়া ডি সিলভা। রিপ্লেতে দেখা যায়, বল হালকা করে আঘাত করত লেগ স্টাম্পের বাইরের দিকে। অর্থাৎ আম্পায়ার্স কল। ফলে বেঁচে যান মুশফিক।

Comments

The Daily Star  | English
Kudos for consensus in some vital areas

Kudos for consensus in some vital areas

If our political culture is to change, the functioning of our political parties must change dramatically.

2h ago