কলম্বো টেস্ট

ব্যাটিং ব্যর্থতায় বাংলাদেশের হতাশার দিন

Mushfiqur Rahim

গল টেস্টে সহায়ক উইকেট পেয়ে  জ্বলে উঠেছিলেন ব্যাটাররা, বড় রান পেয়েছিল বাংলাদেশ। তবে কলম্বো টেস্টেই পুরনো রোগ ঝেঁকে বসল নাজমুল হোসেন শান্তদের। প্রথম দিনে ব্যাটারদের ব্যর্থতায় শেষের দিকে বাংলাদেশের প্রথম ইনিংস।

বুধবার প্রথম দিনে বৃষ্টি ও আলোক স্বল্পতা মিলিয়ে খেলা হয়েছে ৭১ ওভার। তাতে ৮ উইকেট হারিয়ে ২২০ রান করেছে বাংলাদেশ। ক্রিজে আছেন তাইজুল ইসলাম ও ইবাদত হোসেন। সর্বোচ্চ ৪৬ রান এসেছে ওপেনার সাদমান ইসলামের ব্যাটে।

চা-বিরতির আগেই ৫ উইকেট হারিয়ে ফেলেছিলো বাংলাদেশ। চা-বিরতির পর নেমে স্লগ সুইপে আত্মাহুতি দেন অভিজ্ঞ মুশফিকুর রহিম। ৭৫ বলে ৩৫ রান করে অভিষিক্ত সুনাল দিনুশার শিকার হন তিনি।

সুস্থ হয়ে একাদশে ফেরা মেহেদী হাসান মিরাজ থিতু হয়েছিলেন। কিন্তু ইনিংস টানতে পারেননি তিনি। বিশ্ব ফার্নেন্দোর বলে গালিতে ধরা দেন ৩১ রান করে। আরেক অফ স্পিনিং অলরাউন্ডার নাঈম হাসান আসিতা ফার্নান্দোর দারুণ এক ডেলিভারিতে বোল্ড হন।

এদিন শ্রীলঙ্কান ফিল্ডাররা ফেলেছেন পাঁচটি ক্যাচ, রান আউটের সুযোগ হারায় দুটি। তারা সবগুলো সুযোগ কাজে লাগালে আরও অল্প রানে আটকে যেতে পারত সফরকারী দল।

সকালে টস জিতে ব্যাট করতে নেমে নড়বড়ে অবস্থা হয় বাংলাদেশের। এনামুল হক বিজয় ১০ বলে কোন রান না করেই বোল্ড হন। এই ১০ বলের মধ্যেও পান জীবন।

সাদমান ইসলাম কুঁকড়ে ছিলেন শুরুতে। ধীরগতিতে থিতু হয়ে সংগ্রাম করেন তিনি। মুমিনুল হক ফেরেন আলগা শটে। অধিনায়ক শান্ত ধরা দেন উইকেটের পেছনে। দ্বিতীয় দিনে টেল এন্ডারদের নিয়ে বাংলাদেশ কতদূর যেতে পারে দেখার  বিষয়।

বাংলাদেশের ইনিংসে হানা দিয়ে সাফল্য পান লঙ্কান প্রায় সব বোলার। আসিতা, বিশ্ব, দিনুশা নেন দুটি করে উইকেট। থারিন্দু রত্নায়েকে ও ধনঞ্জয়া ডি সিলভা নেন এক উইকেট করে।

Comments

The Daily Star  | English

Bangladesh Police: Equipped to inflict heavy casualties

Police arms records show the brutal truth behind the July killings; the force bought 7 times more lethal weapons than non-lethal ones in 2021-23

17h ago