আড়াইশর আগে থামল বাংলাদেশ

শেষ দুই উইকেট নিয়ে দ্বিতীয় দিনে গুরুত্বপূর্ণ ২৭ রান যোগ করতে পেরেছে বাংলাদেশ। যার বেশিরভাগই নিয়েছেন তাইজুল ইসলাম। আড়াইশর কাছে গিয়ে অবশেষে থেমেছে বাংলাদেশের প্রথম ইনিংস।

সোনাল দিনুশার বলে মারতে গিয়ে তাইজুল আউট হলে ২৪৭ রানে অলআউট হয় বাংলাদেশ। কন্ডিশন ও পরিস্থিতি বিচারে ৬০ বলে গুরুত্বপূর্ণ ৩৩ রানের ইনিংস খেলেন তাইজুল।

শেষ দুই উইকেট জুটিতে ইবাদত হোসেন ও নাহিদ রানাকে নিয়ে তিনি যোগ করেন ৩৩ রান। শেষ তিন উইকেট জুটিতে বাংলাদেশ যোগ করতে পারে ৫০ রান।

আগের দিন ৮ উইকেট ২২০ রান নিয়ে শুরুর পর দিনের চতুর্থ ওভারে আসিতা ফার্নেন্দো এলবিডব্লিউতে ফেরান ইবাদতকে। ১৩ বলে ৪ রান করে আউট হন তিনি।

তাইজুল আরেক পাশে দ্রুত আরও কিছু রান যোগ করেন পরে থামেন।

 

Comments

The Daily Star  | English

The consensus to keep women out

The project of egalitarianism cannot be subcontracted to the very custodians of inequality.

9h ago