সাত বছর আগের সুখস্মৃতি ফেরাতে পারবে বাংলাদেশ?

ছবি: এএফপি

ইতিহাসে কেবল একবারই পিছিয়ে পড়ার পর তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ জিতেছে বাংলাদেশ। তা ছিল ২০১৮ সালের আগস্টে, ওয়েস্ট ইন্ডিজ সফরে। সাত বছর পর শ্রীলঙ্কার মাটিতে সেই সুখস্মৃতি ফেরানোর হাতছানি টাইগারদের সামনে।

চলমান সিরিজে চলছে ১-১ ব্যবধানে সমতা। গত বৃহস্পতিবার পাল্লেকেলেতে ৭ উইকেটে জিতে এগিয়ে যায় লঙ্কানরা। এরপর রোববার ডাম্বুলায় দুর্দান্ত প্রত্যাবর্তনে স্বাগতিকদের ৮৩ রানে হারিয়ে সমতা টানে লিটন দাসের দল। আজ বুধবার সিরিজ নির্ধারণী তৃতীয় টি-টোয়েন্টি অনুষ্ঠিত হবে কলম্বোতে। আর প্রেমাদাসা স্টেডিয়ামে খেলা শুরু বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে সাতটায়।

এর আগে বাংলাদেশ তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলেছে ২১টি। যার মধ্যে মাত্র ছয়টিতে জিতেছে তারা, হেরেছে ১৪টিতে। ড্র হয়েছে বাকিটি।

এই ছয়টি সিরিজ জয়ের তিনটিতে প্রতিপক্ষকে হোয়াইটওয়াশ করেছিল বাংলাদেশ— ২০১২ সালে আয়ারল্যান্ডকে, ২০২৩ সালে ইংল্যান্ডকে ও ২০২৪ সালে ওয়েস্ট ইন্ডিজকে। অন্য তিনটিতে ২-১ ব্যবধানে জিতেছিল তারা— ২০১৮ সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে, ২০২১ সালে জিম্বাবুয়ের বিপক্ষে ও ২০২৩ সালে আয়ারল্যান্ডের বিপক্ষে।

এসবের মধ্যে একমাত্র ব্যতিক্রম হলো ২০১৮ সালের সেই ওয়েস্ট ইন্ডিজ সফর। হার দিয়ে শুরু করার পর ঘুরে দাঁড়িয়ে টি-টোয়েন্টি সিরিজ জিতে নিয়েছিল লাল-সবুজ জার্সিধারীরা। সিরিজসেরার পুরস্কার গিয়েছিল সাকিব আল হাসানের হাতে। পারফরম্যান্সে উজ্জ্বল ছিলেন লিটন, তামিম ইকবাল ও মোস্তাফিজুর রহমান।

বাসেটেরেতে প্রথম টি-টোয়েন্টিতে ক্যারিবিয়ানদের কাছে ডিএলএস পদ্ধতিতে ৭ উইকেটে হেরেছিল বাংলাদেশ। লডারহিলে অনুষ্ঠিত দ্বিতীয় ম্যাচে ১২ রানে জিতেছিল দলটি। একই ভেন্যুতে শেষ টি-টোয়েন্টিতে ডিএলএস পদ্ধতিতে স্বাগতিকদের ১৯ রানে পরাস্ত করেছিল সফরকারীরা।

ওই সিরিজে থাকা তিন ক্রিকেটার খেলছেন শ্রীলঙ্কার বিপক্ষে— অধিনায়ক লিটন, পেসার মোস্তাফিজ ও অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ। তারা সবাই আগের ম্যাচে বাংলাদেশের জয়ে অবদান রাখেন। ম্যাচসেরা হওয়া লিটন খেলেন ৫০ বলে ৭৬ রানের আগ্রাসী ইনিংস। মোস্তাফিজ ৩ ওভারে মাত্র ১৪ রানে শিকার করেন ১ উইকেট। মিরাজ সমান সংখ্যক উইকেট পান ২৬ রান খরচায়।

তৃতীয় টি-টোয়েন্টির আগে বাংলাদেশের সিনিয়র সহকারী কোচ মোহাম্মদ সালাহউদ্দিন বলেছেন, 'শেষ ম্যাচটা আমরা যেভাবে খেলেছি, আমার মনে হয়, ছেলেরা ভালো মোমেন্টাম পেয়েছে এবং আত্মবিশ্বাসটাও আমাদের এসেছে। আশা করি, এখানে যেন আমরা শেষটা ভালোভাবে করতে পারি এবং ভালো খেলার চেষ্টা করব।'

সুখস্মৃতি ফেরাতে পারলে আরেকটি অর্জন হবে বাংলাদেশ দলের। মিলবে লঙ্কানদের মাটিতে প্রথমবারের মতো টি-টোয়েন্টি সিরিজ জয়ের স্বাদ। ২০১৩ সালে একমাত্র লড়াইয়ে হেরেছিল টাইগাররা। এরপর ২০১৭ সালে অনুষ্ঠিত দুই ম্যাচের সিরিজ শেষ হয়েছিল ১-১ সমতায়।

Comments

The Daily Star  | English

NCP leaders, activists attacked in Gopalganj following rally

Chase and counter-chase were seen between law enforcers and BCL activists in the area

2h ago