কোন দলের বিপক্ষে কতবার ইনিংস ব্যবধানে হেরেছে বাংলাদেশ?

ছবি: এএফপি

কলম্বো টেস্টে ফের হতাশাজনক ব্যাটিংয়ে বাংলাদেশ দল পড়েছে ইনিংস হারের শঙ্কায়। শুক্রবার তৃতীয় দিনের খেলা শেষে শ্রীলঙ্কার চেয়ে দ্বিতীয় ইনিংসে ৯৬ রানে পিছিয়ে আছে তারা। হাতে রয়েছে মাত্র ৪ উইকেট।

ক্রিকেটের সবচেয়ে কুলীন সংস্করণে ইনিংস ব্যবধানে হার বাংলাদেশের জন্য অপরিচিত কোনো অভিজ্ঞতা নয়। আগের ১৫৩ টেস্টের ১১১টিতেই পরাস্ত হয়েছে দলটি। এর মধ্যে ইনিংস ব্যবধানে পরাজয়ের সংখ্যা ৪৬টি।

আটটি ইনিংস ব্যবধানে হার এসেছে চলমান টেস্টের প্রতিপক্ষ শ্রীলঙ্কার বিপরীতে। নিউজিল্যান্ডের বিপক্ষেও সমান সংখ্যক ম্যাচে একই কায়দায় হেরেছে টাইগাররা। সর্বোচ্চ নয়বার তাদেরকে এই তেতো স্বাদ দিয়েছে দক্ষিণ আফ্রিকা। অর্থাৎ কলম্বো টেস্টে ইনিংস ব্যবধানে জিতলে প্রোটিয়াদের রেকর্ডে ভাগ বসাবে লঙ্কানরা।

পাকিস্তানের কাছে ছয়বার ও ভারতের কাছে পাঁচবার একই রকমের বাজে অভিজ্ঞতা পেয়েছে বাংলাদেশ। অস্ট্রেলিয়া, ইংল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজ তিনবার করে ইনিংস ব্যবধানে জিতেছে তাদের বিপক্ষে। আর জিম্বাবুয়ে একবার ইনিংস ব্যবধানে হারিয়েছে দলটিকে।

টেস্ট খেলুড়ে ১১টি প্রতিপক্ষের মধ্যে নয়টির বিপক্ষেই ইনিংস ব্যবধানে হারের নজির আছে বাংলাদেশ দলের। কেবল দুই নতুন সদস্য আফগানিস্তান ও আয়ারল্যান্ডের বিপরীতে এমন অনাকাঙ্ক্ষিত অভিজ্ঞতা নেই তাদের।

সাম্প্রতিক বছরগুলোতে অবশ্য কমে এসেছে টাইগারদের ইনিংস হারের সংখ্যা। ২০২০ সালের ১ জানুয়ারি থেকে এই ম্যাচের আগ পর্যন্ত ২৩টি টেস্টে হেরেছে তারা। এর মধ্যে ইনিংস ব্যবধানে হার চারটি।

সেগুলো হলো— ২০২০ সালের ফেব্রুয়ারিতে রাওয়ালপিন্ডিতে পাকিস্তানের বিপক্ষে (ইনিংস ও ৪৪ রানে), ২০২১ সালের ডিসেম্বরে মিরপুরে পাকিস্তানের বিপক্ষে (ইনিংস ও ৮ রানে), ২০২২ সালের জানুয়ারিতে ক্রাইস্টচার্চে নিউজিল্যান্ডের বিপক্ষে (ইনিংস ও ১১৭ রানে) ও ২০২৪ সালের অক্টোবরে চট্টগ্রামে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে (ইনিংস ও ২৭৩ রানে)।

২ উইকেটে ২৯০ রান নিয়ে নামা লঙ্কানদের প্রথম ইনিংস এদিনের দ্বিতীয় সেশনে থামে ৪৫৮ রানে। ফলে তারা পায় ২১১ রানের বড় লিড। সেটাই এখন স্বাগতিকদের ইনিংস ব্যবধানে জয়ের জন্য পর্যাপ্ত মনে হচ্ছে। কারণ, দিনের খেলা শেষ হওয়ার আগে বাংলাদেশ ১১৫ রান তুলতে হারিয়ে ফেলেছে ৬ উইকেট।

প্রথম ইনিংসে ২৪৭ রানে গুটিয়ে যাওয়া সফরকারীরা দ্বিতীয় ইনিংসেও নিয়মিত বিরতিতে উইকেট হারায়। আউট হওয়া ছয় ব্যাটারের কেউই ত্রিশের ঘরে যেতে পারেননি। একমাত্র স্বীকৃত ব্যাটার হিসেবে লিটন অপরাজিত আছেন ৩৯ বলে ১৩ রানে।

আগামীকাল চতুর্থ দিনে ইনিংস ব্যবধানে হার এড়ানোর লড়াইয়ে লিটনের সঙ্গী লেজের দিকের খেলোয়াড়রা। গলে সিরিজের প্রথম টেস্ট ড্র হয়েছিল। শক্ত অবস্থানে থেকে কলম্বো টেস্ট জিতে দুই ম্যাচের সিরিজ নিজেদের করে নেওয়ার পথে রয়েছে শ্রীলঙ্কা।

Comments

The Daily Star  | English

Shahjalal nternational Airport Terminal-3: Operations face further delay

The launch of Dhaka airport’s third terminal faces a further delay, as the Civil Aviation Authority of Bangladesh (CAAB) is still negotiating an operation and maintenance agreement -- a prerequisite for starting services -- with a Japanese consortium.

5h ago