ফিফা ক্লাব বিশ্বকাপ

৯ জনের দল নিয়ে বায়ার্নকে হারিয়ে সেমিফাইনালে পিএসজি

Ousmane Dembele

ফরাসি ট্রেবল জয়ী পিএসজি আটলান্টায় অনুষ্ঠিত ক্লাব বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে জার্মান জায়ান্ট বায়ার্ন মিউনিখকে হারিয়েছে। তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচে উইলিয়ান পাচো এবং লুকাস হার্নান্দেজ শেষ দিকে লাল কার্ড দেখলেও পিএসজি ২-০ গোলের ব্যবধানে জয়ী হয়।

গোল, কার্ড, ভয়াবহ ইনজুরি—সবই ছিল এই ম্যাচে

প্রথমার্ধের শেষ মুহূর্তে ভয়াবহ গোড়ালির চোটে মাঠ ছাড়েন বায়ার্নের তরুণ তারকা জামাল মুসিয়ালা। এই আঘাতের পর থেকেই ছন্দ হারাতে শুরু করে জার্মান জায়ান্টরা। দ্বিতীয়ার্ধে দুর্দান্ত এক কাউন্টার অ্যাটাকে ৭৮তম মিনিটে এগিয়ে যায় পিএসজি—গোল করেন ১৯ বছর বয়সী দিজিয়ে দুয়ে।

ম্যাচে পিএসজির দুই ডিফেন্ডার উইলিয়াম পাচো ও লুকাস হার্নান্দেজ লাল কার্ড দেখে মাঠ ছাড়েন। তবে তাদের হারিয়েও দমে যায়নি পিএসজি। বরং যোগ করা শেষ মুহূর্তে পিএসজির হয়ে ব্যবধান দ্বিগুণ করেন বদলি নামা উসমান দেম্বেলে।

নীরবতা ও শোকের আবহে শুরু

ম্যাচের শুরুতে প্রায় ৬৭ হাজার দর্শক ও উভয় দলের খেলোয়াড়েরা লিভারপুল ফরোয়ার্ড দিয়াগো জোতা ও তার ভাই আন্দ্রে সিলভার স্মরণে এক মিনিট নীরবতা পালন করেন। বৃহস্পতিবার এক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারান তারা।

কৌশল ও কোচিং—পিএসজির পরিকল্পিত জয়

লুইস এনরিক শুরুতে চোট কাটিয়ে ফেরা দেম্বেলেকে বেঞ্চে রেখে আক্রমণ ও রক্ষণভাগে ভারসাম্য এনেছিলেন। বায়ার্ন কোচ ভিনসেন্ট কোম্পানি ম্যাচটিকে আখ্যায়িত করেন "পারফেক্ট স্টর্ম" হিসেবে—চাপ, ইনজুরি ও বিতর্কিত সিদ্ধান্তে জর্জরিত ছিল তার দল।

প্রথমার্ধে বায়ার্ন একবার বল জালে পাঠালেও অফসাইডের কারণে গোল বাতিল হয়। পরে আরেকবার হ্যারি কেনের হেডার অল্পের লক্ষ্যভ্রষ্ট হয়। অন্যদিকে, কোয়ারাটস্কেলিয়া ও বারকোলার যুগলবন্দি, মাইকেল ওলিসের ক্রস, এবং দুয়ের কৌশলী উপস্থিতি প্রথম থেকেই বোঝায় পিএসজি আক্রমণাত্মক পরিকল্পনায় এসেছে।

উসমান দেম্বেলের উপস্থিতি

এক গোল করার পাশাপাশি বায়ার্ন রক্ষণভাগকে বারবার বিভ্রান্ত করেন দেম্বেলে। কোচ এনরিকে ম্যাচ শেষে বলেন, 'এই দেম্বেলেকে যদি আপনি ব্যালন ডি'অরের জন্য বিবেচনায় না নেন, তবে কাকে নেবেন?'

সেমিফাইনালের সূচি

পিএসজি এবার ক্লাব বিশ্বকাপ সেমিফাইনালে খেলবে ১০ জুলাই, প্রতিপক্ষ স্প্যানিশা জায়ান্ট রিয়াল মাদ্রিদ। এবারের মৌসুমে তারা এরই মধ্যে লিগ ওয়ান, ফরাসি কাপ ও চ্যাম্পিয়ন্স লিগ জিতে ফেলেছে—এই ম্যাচ জয়ের মাধ্যমে সম্ভাব্য 'কোয়াড্রুপল' জয়ের পথে আরেক ধাপ এগিয়ে গেল ফরাসি ক্লাবটি।

Comments

The Daily Star  | English
Domestic violence killing women in Bangladesh

Domestic violence in Bangladesh: When numbers speak of the silence

When we are informed that 133 women have been killed by their husbands in seven months, it is no longer just a number.

7h ago