২ পয়েন্ট কাটা পড়ায় তিনে নেমে গেল ইংল্যান্ড

ভারতের বিপক্ষে লর্ডস টেস্টে মন্থর ওভার রেটের কারণে সাজা পেল ইংল্যান্ড। তাদের বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের অর্জন থেকে ২ পয়েন্ট কেটে নেওয়া হলো। পাশাপাশি দলটির খেলোয়াড়দের ম্যাচ ফির ১০ শতাংশ জরিমানা করা হলো।
বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে শাস্তির খবর নিশ্চিত করেছে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা আইসিসি। লর্ডসে অনুষ্ঠিত রোমাঞ্চকর লড়াইয়ে ভারতকে ২২ রানে হারায় ইংলিশরা। ফলে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজে ২-১ ব্যবধানে এগিয়ে গেছে বেন স্টোকসের দল।
লর্ডস টেস্টে বোলিংয়ে নেমে নির্ধারিত সময়ের মধ্যে দুই ওভার কম করেছিল ইংল্যান্ড। সেকারণে পয়েন্ট খোয়ানোর পাশাপাশি জরিমানা গুণতে হলো তাদের। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের প্লেয়িং কন্ডিশনের ১৬.১১.২ অনুচ্ছেদ অনুযায়ী, বরাদ্দকৃত সময়ের মধ্যে প্রতিটি কম ওভারের জন্য একটি করে পয়েন্ট কাটা হবে এবং খেলোয়াড়দের ম্যাচ ফির ৫ শতাংশ অর্থ জরিমানা করা হবে।
আইসিসির বিজ্ঞপ্তিতে বলা হয়েছে হয়, 'ইংল্যান্ডের অধিনায়ক বেন স্টোকস দোষ স্বীকার করেছেন এবং (ম্যাচ রেফারি রিচি রিচার্ডসনের) প্রস্তাবিত শাস্তি মেনে নিয়েছেন। তাই আনুষ্ঠানিক শুনানির কোনো প্রয়োজন হয়নি।'
পয়েন্ট কাটা পড়ায় টেস্ট চ্যাম্পিয়নশিপের (২০২৫-২৭ চক্রের) পয়েন্ট তালিকায় দ্বিতীয় থেকে তৃতীয় স্থানে নেমে গেছে ইংল্যান্ড। তাদের টপকে দুইয়ে উঠেছে শ্রীলঙ্কা। ওয়েস্ট ইন্ডিজকে ৩-০ ব্যবধানে হোয়াইটওয়াশ করা অস্ট্রেলিয়া রয়েছে শীর্ষে।
তিন ম্যাচ খেলে ইংলিশরা মূলত পেয়েছিল ২৪ পয়েন্ট। ২ পয়েন্ট কাটা যাওয়ায় তাদের পয়েন্ট সংখ্যা এখন ২২। এতে ৬৬.৬৭ থেকে ৬১.১১ শতাংশে নেমে এসেছে দলটির পয়েন্টের হার। দুই ম্যাচে ১৬ পয়েন্ট পাওয়া শ্রীলঙ্কার পয়েন্টের হার ৬৬.৬৭ শতাংশ। তিন ম্যাচ খেলে পূর্ণ ৩৬ পয়েন্ট অর্জন করেছে অস্ট্রেলিয়া। তাদের পয়েন্টের হার পুরোপুরি ১০০ শতাংশ।
Comments