শ্রীলঙ্কার মাঠে প্রথম সিরিজ জয় এবং পরিসংখ্যানে আরও যত অর্জন

Bangladesh cricket team

শ্রীলঙ্কায় গিয়ে টেস্ট ও ওয়ানডে সিরিজে ব্যর্থ হওয়া বাংলাদেশ টি-টোয়েন্টি সিরিজও শুরু করেছিলো হার দিয়ে। তবে ঘুরে দাঁড়িয়ে লিটন দাসের দল জিতে নেয় পরের দুই ম্যাচ। এই জয় একদিন থেকে ঐতিহাসিক। কারণ লঙ্কানদের মাঠে এর আগে কোন সংস্করণেই সিরিজ জেতেনি বাংলাদেশ।

এই সাফল্যে পরিসংখ্যানে ধরা দিল যেসব অর্জন

  • যেকোনো ফরম্যাটে শ্রীলঙ্কার মাটিতে শ্রীলঙ্কার বিপক্ষে এটিই ছিল বাংলাদেশের প্রথম সিরিজ জয়। এটি স্বাগতিকদের বিপক্ষে তাদের প্রথম টি-টোয়েন্টি সিরিজ জয়ও বটে।
  •  টি-টোয়েন্টিতে শ্রীলঙ্কার বিপক্ষে বাকি থাকা বলের হিসাবে বাংলাদেশের সবচেয়ে বড় জয় – দ্বিতীয় ম্যাচে অর্জিত। এর আগে গত বছর সিলেটে ১১ বল বাকি থাকতে জেতা ছিল সেরা।
  •  অফ-স্পিনার শেখ মেহেদী হাসান টি-টোয়েন্টিতে ৫০ উইকেট নেওয়া পঞ্চম বাংলাদেশি বোলার হলেন। তিনি সাকিব আল হাসান, মোস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ এবং শরিফুল ইসলামের পাশে এই মাইলফলক স্পর্শ করলেন। তার ক্যারিয়ার সেরা ১১ রানে ৪ উইকেট এই ফরম্যাটে শ্রীলঙ্কার বিপক্ষে যেকোনো বাংলাদেশি বোলারের সেরা বোলিং পারফরম্যান্স।
  • ২-১ সিরিজ জয়ের মাধ্যমে লিটন দাস বিদেশের মাটিতে দুটি টি-টোয়েন্টি সিরিজ জেতা প্রথম বাংলাদেশি অধিনায়ক হলেন। এর আগে তিনি ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ক্যারিবীয় মাটিতে ৩-০ ব্যবধানে সিরিজ জিতেছিলেন।
  •  তানজিদ তামিমের ৪৭ বলে অপরাজিত ৭৩ রান টি-টোয়েন্টিতে শ্রীলঙ্কার বিপক্ষে একজন বাংলাদেশি ওপেনারের সর্বোচ্চ ব্যক্তিগত স্কোর। এটি ২০২১ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপে শারজায় নাঈম শেখের ৫২ বলে ৬২ রানকে ছাড়িয়ে গেছে।

সংযুক্তি

লিটন একটি মজার রেকর্ডও গড়েছেন। বাংলাদেশের প্রথম অধিনায়ক হিসেবে টানা ৯টি টস হেরেছেন তিনি। টস হেরেও যদি ম্যাচ জেতা যায় তাহলে অসুবিধার নেই কিছুই।

Comments

The Daily Star  | English

No scope to avoid fundamental reforms: Yunus

Conveys optimism commission will be able to formulate July charter within expected timeframe

6h ago