ভারতীয় খেলোয়াড়দের সঙ্গে উত্তেজনা 'ফিল্ডিং আরও উপভোগ্য করেছে': ব্রুক

লর্ডসে তৃতীয় টেস্টে ভারতীয় খেলোয়াড়দের সঙ্গে টানটান উত্তেজনাকে 'মজার অভিজ্ঞতা' হিসেবে বর্ণনা করেছেন ইংল্যান্ডের ব্যাটার হ্যারি ব্রুক। তার মতে, এই উত্তেজনাই সফরকারী দলকে আরও চাপে ফেলেছিল, যার ফলে নাটকীয়ভাবে ২২ রানে জয় তুলে নিয়ে সিরিজে ২-১ ব্যবধানে এগিয়ে যায় ইংল্যান্ড।
পুরো ম্যাচ জুড়েই দুদলের মধ্যে উত্তেজনা স্পষ্ট ছিল। ভারতের অধিনায়ক শুবমান গিল ইংলিশ ব্যাটারদের বিলম্বে খেলার জন্য কটাক্ষ করে হাততালি দেন, আর পেসার মোহাম্মদ সিরাজ উইকেট নেওয়ার পর ইংল্যান্ড ওপেনার বেন ডাকেটের মুখের দিকে তাকিয়ে গর্জে ওঠেন।
এই অবস্থায় ইংলিশ খেলোয়াড়রা সিদ্ধান্ত নেন পাল্টা প্রতিক্রিয়া দেখানোর। বিশেষ করে তৃতীয় দিনের শেষে জসপ্রিত বুমরাহর একটি ওভার খেলার সময় ডাকেট ও জ্যাক ক্রলির সঙ্গে ভারতীয়দের উত্তপ্ত বাক্যবিনিময়ের পর বিষয়টি আরও স্পষ্ট হয়ে ওঠে।
সোমবার সংবাদমাধ্যমকে ব্রুক বলেন, 'আমরা একটা ছোট্ট বৈঠক করেছিলাম। ভেবেছিলাম, আমরা একটা দল তাহলে সবাই একসঙ্গে মিলে ওদের ফিরতি জবাব দিই। এতে ওদের ওপর আরও একটু চাপ তৈরি হয়।'
'অনেকেই প্রশংসা করেছেন। সবাই বলেছে, দেখতে দারুণ লেগেছে। মাঠে যেন ১১ জন বনাম ২ জন খেলছিল। বেশ মজাই লেগেছে… যদিও ক্লান্তিকর ছিল, কিন্তু এই উত্তেজনাই ফিল্ডিংকে অনেক বেশি উপভোগ্য করে তুলেছিল,' যোগ করেন তিনি।
দ্বিতীয় টেস্টে শতক করা ব্রুক প্রথম ম্যাচে এক রানের জন্য সেঞ্চুরি হাতছাড়া করেছিলেন। তার মতে, সিরিজের লড়াই এখনও বাকি। আগামী বুধবার ওল্ড ট্র্যাফোর্ডে শুরু হতে যাওয়া চতুর্থ টেস্টে ভারত ঘুরে দাঁড়াতেই পারে।
'ভারত দারুণ একটি দল, যেকোনো মুহূর্তে তারা ফিরে আসতে পারে… এখন পর্যন্ত প্রতিটি ম্যাচই শেষ ঘণ্টা পর্যন্ত গড়িয়েছে, যেটা সচরাচর দেখা যায় না। অনেকেই এসে বলেছে, এটা অসাধারণ এক সিরিজ… বিশেষ করে লর্ডসের ম্যাচটিকে অনেকে তাদের দেখা সেরা ম্যাচগুলোর একটি হিসেবে উল্লেখ করেছে,' বলেব ব্রুক।
Comments