র্যাঙ্কিংয়ে ১৭ ধাপ এগিয়ে সেরা দশে মোস্তাফিজ

পাকিস্তানের বিপক্ষে সিরিজে দারুণ বল করার ফল পেলেন মোস্তাফিজুর রহমান। টি-টোয়েন্টিতে বোলাদের র্যাঙ্কিংয়ে ১৭ ধাপ এগিয়ে সেরা দশের ভেতর ঢুকেছেন তিনি। উন্নতি হয়েছে অফ স্পিনার শেখ মেহেদী হাসানেরও।
বুধবার আইসিসি প্রকাশিত সাপ্তাহিক র্যাঙ্কিং হালনাগাদে দেখা যায় বিশাল উন্নতি হয়েছে মোস্তাফিজের। ৬৫৩ রেটিং পয়েন্ট নিয়ে বাংলাদেশের বাঁহাতি পেসার যৌথভাবে নয়ে অবস্থান করছেন। সমান রেটিং পয়েন্ট নিয়ে তার সঙ্গী ভারতের বাঁহাতি পেসার আর্শদিপ সিং।
র্যাঙ্কিংয়ে এর আগেও একাধিকবার সেরা দশে থাকার অভিজ্ঞতা আছে মোস্তাফিজের। সাম্প্রতিক সময়ে তিনি কিছুটা ধুঁকছিলেন। তবে মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে সহায়ক পিচ পেয়ে জ্বলে উঠেছেন দারুণভাবে। পাকিস্তানের বিপক্ষে সিরিজের প্রথম ম্যাচে ৪ ওভার বল করে মাত্র ৬ রান দিয়ে মোস্তাফিজ নেন ২ উইকেট। পরের ম্যাচে ১৫ রান দিয়ে নেন ১ উইকেট।
অফ স্পিনার শেখ মেহেদী হাসান ৯ ধাপ এগিয়ে অবস্থান করছেন ১৬ নম্বরে। প্রথম ম্যাচে ৩৭ রানে ১ ও পরের ম্যাচে ২৫ রানে তিনি পান ২ উইকেট।
রিশাদ হোসেন প্রত্যাশা অনুযায়ী বল করতে না পারায় তিন ধাপ পিছিয়ে ২০ নম্বরে নেমে গেছেন। তাসকিন আহমেদ এক ধাপ এগিয়ে ২৭ ও তানজিম হাসান সাকিব ৯ ধাপ এগিয়ে আছেন ৩৭ নম্বরে।
বোলারদের র্যাঙ্কিংয়ে সেরা পাঁচে কোন বদল আসেনি। আগের মতই এক নম্বরে নিউজিল্যান্ডের জ্যাকব ডাফি।
Comments