‘বুমরাহ হয়ত টেস্ট থেকে দ্রুতই অবসর নিবে’

Jasprit Bumrah & Mohammad Kaif

ইংল্যান্ড সফরে পাঁচ টেস্টের মধ্যে জাসপ্রিত বুমরাহ সর্বোচ্চ তিন টেস্ট খেলবেন বলে আগে থেকেই ঠিক হয়। প্রথম ও তৃতীয় টেস্টের পর র‍্যাঙ্কিংয়ে শীর্ষ বোলার চতুর্থ টেস্টে খেলছেন ম্যানচেস্টারে। আগের দুই টেস্টে দুবার পাঁচ উইকেট নিলেও এবার যেন বেশ বিবর্ণ তিনি। প্রথম ইনিংসে উইকেট নিতে পেরেছেন কেবল একটি। বোলিংয়ে গতিও কমে গেছে। সাবেক ভারতীয় ব্যাটার ম্যানচেস্টারে বুমরাহর পারফরম্যান্স দেখে মনে করছেন, এই ডানহাতি পেসার হয়ত শরীরের সঙ্গে আর কুলিয়ে উঠতে পারছেন না। 

চাঞ্চল্যকর মন্তব্যে কাইফ শঙ্কা করছেন, বুমরাহ হয়তো আর ভারতের হয়ে টেস্ট খেলবেন না এবং দ্রুতই অবসরের সিদ্ধান্তও নিতে পারেন।

সামাজিক যোগাযোগ মাধ্যমে এক্স প্লাটফর্মে শেয়ার করা একটি ভিডিওতে কাইফ বলেছেন, 'আমার মনে হয় না আপনি জসপ্রিত বুমরাহকে আসন্ন টেস্ট ম্যাচগুলোতে খেলতে দেখবেন। এবং সে হয়তো অবসর নিবে। সে তার শরীর নিয়ে ভুগছে। তার শরীর পুরোপুরি ভেঙে পড়েছে। এই টেস্ট ম্যাচে তো কোনো গতিই নেই।'

লিডসে প্রথম টেস্টে প্রথম ইনিংসে ৮৩ রানে ৫ উইকেট নেন বুমরাহ, দ্বিতীয় ইনিংসে ছিলেন উইকেট শূন্য। ওই টেস্ট বড় একটা অংশ এগিয়ে থেকেও হেরে যায় ভারত। পরের টেস্টে বিশ্রামে ছিলেন বুমরাহ, বার্মিংহামে সেই ম্যাচ জিতে সিরিজে ফেরে শুবমান গিলের দল।

লর্ডসে তৃতীয় টেস্টে ফিরে প্রথম ইনিংসে ৭৪ রানে ৫ ও দ্বিতীয় ইনিংসে ৩৮ রানে ২ উইকেট নেন বুমরাহ। রোমাঞ্চে ঠাসা সেই টেস্ট হেরে সিরিজে পিছিয়ে পড়ে ভারত।

এরপর বিরতি দিয়ে বুমরাহর পঞ্চম টেস্ট খেলার কথা থাকলেও দলের প্রয়োজনে ম্যানচেস্টারেই তাকে নামানো হয়। কিন্তু প্রথম ইনিংসে এখনো অব্দি ২৮ ওভার বল করে ৯৫ রান দিয়ে কেবল ১ উইকেট পেয়েছেন বুমরাহ।

ভারতের ৩৫৮ রানের জবাবে ৭ উইকেটে ৫৪৪ করে ১৮৬ রানের বিশাল লিড নিয়ে ফেলেছে ইংল্যান্ড।

দলের বাজে অবস্থার মাঝে বুমরাহ নিষ্প্রভ থাকায় উঠেছে আলোচনা। কাইফ মনে করেন সেরাটা দিতে না পারলে বুমরাহ নিজেই হয়ত বিদায় বলে দেবেন, 'সে একজন নিঃস্বার্থ ব্যক্তি। যদি সে মনে করে যে দেশের জন্য শতভাগ দিতে পারছে না,  ম্যাচ জেতাতে পারছেন না, উইকেট পাচ্ছেন না, তবে সে নিজেই মানা করে দেবে। এটা আমার মন বলছে।'

এই টেস্টে বুমরাহর বোলিং গতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে কাইফ বলেন, 'সে এই টেস্টে ১৩০-১২৫ কিলোমিটার গতিতে বল করছে। তার আবেগ একই আছে। কিন্তু সে তার শরীরের কাছে হেরে গেছে। তার ফিটনেসের কাছে হেরে গেছে। তার শরীর তাকে সমর্থন করছে না।' 

এই টেস্ট ম্যাচে বুমরাহর পারফরম্যান্স বিশ্লেষণ করে কাইফ বলেন, 'এই টেস্ট ম্যাচে তার ব্যর্থতা স্পষ্টভাবে দেখায় যে, আপনি হয়তো তাকে খেলতে দেখতে পাবেন না। প্রথমে বিরাট কোহলি গেল। তারপর রোহিত শর্মা গেল, অশ্বিনও নেই। এখন বুমরাহ ছাড়া অভ্যস্ত হয়ে যান ভারতীয় ভক্তরা। আমার মনে হয়, তাকে ছাড়াও আপনাদের টেস্ট ম্যাচ দেখা অভ্যাস করতে হবে।'

কাইফ অবশ্য নিজের অনুমান ভুল হলেই খুশি হবেন, 'আমি প্রার্থনা করি আমার ভবিষ্যদ্বাণী ভুল হোক। কিন্তু এই টেস্ট ম্যাচে আমি যা দেখেছি, আমার মনে হয় সে উপভোগ করছে না। তার মন তীক্ষ্ণ, কিন্তু সে তার শরীরের কাছে হেরে গেছেন।'

Comments

The Daily Star  | English

CA likely to announce election date within 4-5 days: Mostafa Jamal

The Jatiya Party (Kazi Zafar) chief made the remarks after a meeting between Yunus and 12 parties at the state guest house Jamuna

4h ago