ওভালে বোলারদের দাপটে হাড্ডাহাড্ডি লড়াই

Mohammed Siraj

পুরো সিরিজে দাপট দেখিয়েছেন ব্যাটাররা। ডিউক বল দ্রুত নরম হয়ে যাওয়ায় বোলারদের অসহায়ত্ব নিয়ে আলোচনাও হয়েছে বিস্তর। তবে ওভালে শেষ টেস্টে দেখা যাচ্ছে ভিন্ন চিত্র। দাপট দেখাচ্ছেন দুই দলের পেসাররা, লম্বা সময় ধরে তারা পাচ্ছেন মুভমেন্ট। এই পরিস্থিতি ভারত-ইংল্যান্ডের মধ্যে চলছে হাড্ডাহাড্ডি লড়াই।

 ভারত প্রথম ইনিংসে ২২৪ রানে গুটিয়ে যাওয়ার পর যারা ইংল্যান্ডের সিরিজ জয় সময়ের ব্যাপার ভাবছিলেন তাদেরকে ভাবনা বদল করতে সময় লাগেনি। মোহাম্মদ সিরাজ, প্রসিদ কৃষ্ণের তোপে ইংল্যান্ডও থেমে যায় ২৪৭ রানে।

মাত্র ২৩ রানে পিছিয়ে দ্বিতীয় ইনিংস শুরু করা ভারত ২ উইকেটে ৭৫ রান নিয়ে দ্বিতীয় দিন শেষ করেছে। ৮ উইকেট হাতে নিয়ে দলটি এগিয়ে আছে ৫২ রানে। তবে তৃতীয় দিনে দ্রুত বদলাতে পারে পরিস্থিতি।

একাধিক জীবন পেয়ে ৫১ রানে অপরাজিত আছেন যশভি জয়সসওয়াল। নাইটওয়াচম্যান হিসেবে তার সঙ্গী আকাশ দিপ। ভারত কতদূর যেতে পারে দেখার বিষয়। ইংল্যান্ডের জন্য চিন্তার বিষয় ক্রিস ওকসের না থাকায়। ওকস না থাকায় একজন বোলার ও ব্যটার কম নিয়ে খেলতে হচ্ছে তাদের।

সিরিজে ২-১ ব্যবধানে এগিয়ে আছে ইংল্যান্ড। ড্র করলেও তাই সিরিজ জয় নিশ্চিত তাদের। তবে টানা বৃষ্টি না হলে ওভালে ড্র হওয়ার সম্ভাবনা নেই। ভারত জিতে সিরিজ ড্র করতে পারে কিনা সেই সম্ভাবনা এখন জোরালো।

Comments