দেখে নিন বাংলাদেশের ম্যাচসহ এশিয়া কাপের সূচি

Bangladesh Cricket Team
ছবি: ফিরোজ আহমেদ

সব জল্পনা-কল্পনার অবসান ঘটেছে। আগামী ৯ সেপ্টেম্বর থেকে ২৮ সেপ্টেম্বর পর্যন্ত সংযুক্ত আরব আমিরাতের মাটিতে অনুষ্ঠিত হবে এশিয়া কাপ। যদিও টি-টোয়েন্টি সংস্করণের এবারের আসরটির মূল আয়োজক ভারত।

শনিবার বিকালে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে একটি পোস্টে এশিয়া কাপ শুরু ও শেষের তারিখ জানান মহসিন নাকভি। এরপর সন্ধ্যায় আরেকটি পোস্টে বিস্তারিত সূচি প্রকাশ করেন পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) চেয়ারম্যান ও এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) সভাপতি। তবে খেলাগুলোর ভেন্যু ও সময় এখনও নিশ্চিত হয়নি।

অংশগ্রহণকারী আটটি দলকে দুটি গ্রুপে ভাগ করা হয়েছে। 'এ' গ্রুপে আছে ভারত, পাকিস্তান, সংযুক্ত আরব আমিরাত ও ওমান। 'বি' গ্রুপে বাংলাদেশের সঙ্গী শ্রীলঙ্কা, আফগানিস্তান ও হংকং।

প্রথম পর্বে কারা কোন গ্রুপে:

গ্রুপ 'এ': ভারত, পাকিস্তান, সংযুক্ত আরব আমিরাত ও ওমান

গ্রুপ 'বি': বাংলাদেশ, শ্রীলঙ্কা, আফগানিস্তান ও হংকং

গ্রুপ পর্বের সূচি:

তারিখ ম্যাচ
৯ সেপ্টেম্বর আফগানিস্তান-হংকং
১০ সেপ্টেম্বর ভারত-সংযুক্ত আরব আমিরাত
১১ সেপ্টেম্বর বাংলাদেশ-হংকং
১২ সেপ্টেম্বর পাকিস্তান-ওমান
১৩ সেপ্টেম্বর বাংলাদেশ-শ্রীলঙ্কা
১৪ সেপ্টেম্বর ভারত-পাকিস্তান
১৫ সেপ্টেম্বর সংযুক্ত আরব আমিরাত-ওমান
১৫ সেপ্টেম্বর শ্রীলঙ্কা-হংকং
১৬ সেপ্টেম্বর বাংলাদেশ-আফগানিস্তান
১৭ সেপ্টেম্বর পাকিস্তান-সংযুক্ত আরব আমিরাত
১৮ সেপ্টেম্বর শ্রীলঙ্কা-আফগানিস্তান
১৯ সেপ্টেম্বর ভারত-ওমান

সুপার ফোর ও ফাইনালের সূচি:

তারিখ ম্যাচ
২০ সেপ্টেম্বর বি১-বি২
২১ সেপ্টেম্বর এ১-এ২
২৩ সেপ্টেম্বর এ২-বি১
২৪ সেপ্টেম্বর এ১-বি২
২৫ সেপ্টেম্বর এ২-বি২
২৬ সেপ্টেম্বর এ১-বি১
২৮ সেপ্টেম্বর ফাইনাল

Comments

The Daily Star  | English

Patent waiver till Nov 2026: Local pharmas may miss window for 15 costly drugs

Bangladesh’s pharmaceutical companies risk losing the chance to produce at least 15 costly biologic drugs royalty-free

8h ago