এশিয়া কাপের জন্য প্রাথমিক দল ঘোষণা বাংলাদেশের

আসন্ন এশিয়া কাপ ২০২৫ এবং 'এ' দলের অস্ট্রেলিয়া সফর সামনে রেখে সোমবার (৫ আগস্ট) ২৫ সদস্যের প্রাথমিক স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আগামী , ৯ থেকে ২৮ সেপ্টেম্বর পর্যন্ত এশিয়া কাপের এবারের আসর অনুষ্ঠিত হবে সংযুক্ত আরব আমিরাতে।

প্রাথমিক দলে ডাক পাওয়া খেলোয়াড়দের ৬ আগস্ট মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে রিপোর্ট করতে বলা হয়েছে। ১৫ আগস্ট শুরু হবে স্কিল ট্রেনিং, এরপর ২০ আগস্ট থেকে ক্যাম্প সরবে সিলেটে। কোচিং স্টাফরা ক্যাম্পে যোগ দেবেন ১১-১২ আগস্টের মধ্যে।

প্রাথমিক স্কোয়াডে মোহাম্মদ নাঈম শেখ, নুরুল হাসান সোহান, হাসান মাহমুদ, মাহিদুল ইসলাম ভূঁইয়া অঙ্কন এবং সাইফ হাসান অস্ট্রেলিয়া সফরের জন্য ঘোষিত বাংলাদেশ 'এ' দলেও রয়েছেন। এই দলটি আগামী ৭ আগস্ট সন্ধ্যায় ঢাকার উদ্দেশে রওনা হবে।

এবারের এশিয়া কাপ হবে টি-টোয়েন্টি ফরম্যাটে। যেখানে মোট ১৯টি ম্যাচ হবে যার ১১টি দুবাইয়ে এবং ৮টি আবুধাবিতে। গ্রুপ 'বি'-তে বাংলাদেশের সঙ্গী শ্রীলঙ্কা, আফগানিস্তান এবং হংকং। অন্যদিকে গ্রুপ 'এ'-তে বর্তমান চ্যাম্পিয়ন ভারতের সঙ্গে রয়েছে পাকিস্তান, স্বাগতিক সংযুক্ত আরব আমিরাত এবং ওমান।

বাংলাদেশ তাদের এশিয়া কাপ অভিযান শুরু করবে ১১ সেপ্টেম্বর হংকংয়ের বিপক্ষে ম্যাচ দিয়ে। এরপর ১৩ সেপ্টেম্বর শ্রীলঙ্কা এবং ১৬ সেপ্টেম্বর আফগানিস্তানের মুখোমুখি হবে টাইগাররা। বাংলাদেশের তিনটি ম্যাচই অনুষ্ঠিত হবে আবুধাবিতে। দুবাইয়ে ফাইনাল অনুষ্ঠিত হবে ২৮ সেপ্টেম্বর।

এদিকে, বাংলাদেশ সফরে আসছে নেদারল্যান্ডস দল। ১৪ আগস্ট ঢাকায় পা রাখার কথা রয়েছে তাদের। যদিও তিন ম্যাচের এই টি-টোয়েন্টি সিরিজের চূড়ান্ত সূচি এখনো আনুষ্ঠানিকভাবে প্রকাশ হয়নি।

এশিয়া কাপের জন্য বাংলাদেশ প্রাথমিক স্কোয়াড:

লিটন দাস (অধিনায়ক), তানজিদ হাসান তামিম, মোহাম্মদ নাঈম শেখ, সৌম্য সরকার, পারভেজ হোসেন ইমন, তাওহিদ হৃদয়, জাকের আলি অনিক, মেহেদী হাসান মিরাজ, শামীম হোসেন পাটোয়ারি, নাজমুল হোসেন শান্ত, রিশাদ হোসেন, শেখ মেহেদী হাসান, তানভীর ইসলাম, নাসুম আহমেদ, হাসান মাহমুদ, তাসকিন আহমেদ, তানজিম হাসান সাকিব, মোহাম্মদ সাইফউদ্দিন, নাহিদ রানা, মোস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম, সৈয়দ খালেদ আহমেদ, নুরুল হাসান সোহান, মাহিদুল ইসলাম অঙ্কন ও সাইফ হাসান।

অস্ট্রেলিয়া সফরের জন্য বাংলাদেশ 'এ' দল:

নুরুল হাসান সোহান (অধিনায়ক), সাইফ হাসান, মোহাম্মদ নাঈম শেখ, জিশান আলম, মাহিদুল ইসলাম অঙ্কন, ইয়াসির আলি, আফিফ হোসেন, তোফায়েল আহমেদ, মৃত্যুঞ্জয় চৌধুরী, রাকিবুল হাসান, মাহফুজুর রহমান রাব্বি, নাঈম হাসান, মুসফিক হাসান, রিপন মণ্ডল ও হাসান মাহমুদ।

Comments

The Daily Star  | English

Chief adviser calls for urgent reforms in social services to prioritise seniors and girls

Political interference led to unfair distribution of benefits in the past, he says

23m ago