ঘড়ি মিথ্যে বলে না: টাইম-ট্রায়ালে ভরসা রাখছেন কিলি

২০২৪ সালের এপ্রিলে নাথান কিলি বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের স্ট্রেংথ অ্যান্ড কন্ডিশনিং কোচ হিসেবে দায়িত্ব নেওয়ার পর থেকে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) খেলোয়াড়দের ফিটনেস মূল্যায়নে প্রচলিত 'ইয়ো-ইয়ো' ও 'বিপ' টেস্ট বাদ দিয়ে এনেছেন তুলনামূলক সহজ ও প্রচলিত ১৬০০ মিটার টাইম-ট্রায়াল।
অস্ট্রেলিয়ার ঘরোয়া ক্রিকেটে দীর্ঘ অভিজ্ঞতা থাকা এবং দুই বছরের চুক্তিতে বাংলাদেশে যোগ দেওয়া কিলি পরিবর্তনের কারণ ব্যাখ্যা করে মঙ্গলবার মিরপুরে সাংবাদিকদের বলেন, 'সেরা ফিটনেস টেস্ট কোনটা, তা নিয়ে প্রায়ই বিতর্ক হয়। আমি টাইম-ট্রায়াল পছন্দ করি কারণ এটি সহজ, কোনো সরঞ্জাম লাগে না। যেকোনো জায়গায়, ক্রিকেট গ্রাউন্ডে বা অ্যাথলেটিকস ট্র্যাকে করা যায়।'
তার মতে, এই পরীক্ষার সরলতা ও নিরপেক্ষতা জাতীয় ও ঘরোয়া দুই পর্যায়ের খেলোয়াড়দের জন্যই উপযোগী। 'এটি সবার নাগালের মধ্যে এবং ফলাফলের ওপর বিতর্কের সুযোগ কম। ইয়ো-ইয়ো বা বিপ টেস্টে খেলোয়াড়রা অল্পের জন্য ফেল করলে বোঝা কঠিন হয় তারা আসলেই থেমে গেছে কিনা। কিন্তু টাইম-ট্রায়ালে ঘড়ি কখনো মিথ্যে বলে না,' মন্তব্য করেন কিলি।
তিনি আরও জানান, টাইম-ট্রায়ালের ফলাফল আগের পরীক্ষাগুলোর সঙ্গে মিল পাওয়া গেছে, যা এর নির্ভরযোগ্যতা প্রমাণ করে। 'যারা ইয়ো-ইয়ো ও বিপ টেস্টে ভালো করে, তারাই টাইম-ট্রায়ালেও ভালো করছে। আর যারা ভোগে, তারা সব পরীক্ষাতেই একই ফল পাচ্ছে। তাই কারা ফিট আর কাদের আরও কাজের প্রয়োজন, তার স্পষ্ট ছবি আমরা পাচ্ছি।'
সাম্প্রতিক এক পরীক্ষায় ১৬০০ মিটারে ১২ জন খেলোয়াড় ব্যক্তিগত সেরা সময় রেকর্ড করেছেন। এর মধ্যে পেসার নাহিদ রানা ৫ মিনিট ৩১ সেকেন্ড সময় নিয়ে সবচেয়ে নজর কাড়েন। স্ট্রেংথ টেস্টেও এসেছে দারুণ ফল, দলে মোট ৫৬টি ব্যক্তিগত সেরা রেকর্ড হয়েছে।
টেস্টিং পদ্ধতি নিয়ে ভুল ধারণা নিয়েও কথা বলেন কিলি, 'অনেকে বলেছে এটা নতুন পরীক্ষা, কিন্তু আমরা গত ১৮ মাস ধরে এটি করছি। ফিটনেস ও স্ট্রেংথ—দুই ক্ষেত্রেই আমাদের ধারাবাহিক তথ্য রয়েছে।'
বছরজুড়ে ব্যস্ত সূচি থাকা বাংলাদেশ দলের ক্ষেত্রে বিরতির সময়ে শারীরিক উন্নতির গুরুত্বও তুলে ধরেন তিনি। 'আমরা পশ্চিমা দলগুলোর মতো অফ-সিজন পাই না। তাই যখনই বিরতি পাই, আমরা টেস্টিং ও ফিটনেস উন্নতিতে মনোযোগ দিই।'
'আমি অগ্রগতিতে খুব খুশি, বিশেষ করে তরুণদের নিয়ে। তারা উন্নতির জন্য প্রতিশ্রুতিবদ্ধ, শুধু ক্রিকেটার হিসেবেই নয়, অ্যাথলেট হিসেবেও,' যোগ করেন তিনি।
Comments