৩৪ বছর পর পাকিস্তানের বিপক্ষে সিরিজ জিতল ওয়েস্ট ইন্ডিজ

৩৪ বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজ জিতলো ওয়েস্ট ইন্ডিজ, তাও আবার তাদের ইতিহাসের সবচেয়ে বড় জয় দিয়ে। জেডেন সিলসের বিধ্বংসী বোলিং, যা ক্যারিবিয়ানদের ওয়ানডেতে যৌথভাবে দ্বিতীয় সেরা বোলিং ফিগার এবং শাই হোপের অপরাজিত সেঞ্চুরিতে রেকর্ড গড়া জয় পায় দলটি।

ত্রিনিদাদের ব্রায়ান লারা স্টেডিয়ামে সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডে ম্যাচে পাকিস্তানকে ২০২ রানে হারিয়েছে ওয়েস্ট ইন্ডিজ। ২৯৫ রানের লক্ষ্য ছুড়ে দিয়ে পাকিস্তানকে মাত্র ৯২ রানে গুটিয়ে দেয় ক্যারিবীয়রা। 

প্রথম ওভারেই সাইম আইয়ুবকে স্লিপে ক্যাচ করান, পরের ওভারেই আবদুল্লাহ শফিককে তুলে নেন মিড-অনে গুডাকেশ মোতির হাতে। তৃতীয় উইকেটটি ছিল অনন্য, রিজওয়ান বল ছাড়লেন ভেবে যে অফস্টাম্পের বাইরে, কিন্তু হালকা সিম মুভমেন্টে বল কেবল বেল ছুঁয়ে দেয়, স্টাম্পে লাগেনি পর্যন্ত। চতুর্থ উইকেটে বাবর আজমকে এলবিডব্লিউ করে পাকিস্তানকে নামিয়ে দেন ২৩/৪ তে।

এরপর আর ম্যাচে ফেরার সুযোগই পায়নি পাকিস্তান। সালমান আগা ও হাসান নাওয়াজ কেবল সিঙ্গেলস নেওয়ার চেষ্টা করলেও টার্গেট ক্রমেই দূরে সরে যায়। স্পিনে মোটি ও চেজ দ্রুত তাদের তুলে নিলে বাকি কাজ সেরে দেন সিলস। তবে নাসিম শাহ ও হাসান আলিকে ফেরানোর পর রান আউট হয়ে শেষ হয় পাকিস্তানের ইনিংস। তাতে বঞ্চিত হয় সিলসের সম্ভাব্য সেরা ওয়েস্ট ইন্ডিজ ওয়ানডে বোলিং রেকর্ড থেকে।

মাত্র তিন ব্যাটার দুই অঙ্ক ছুঁতে পড়েছেন পাকিস্তানের হয়ে। সালমান সর্বোচ্চ ৩০ রান করেন। এছাড়া মোহাম্মদ নাওয়াজ করেন ২৩ রান। ৭.২ ওভার বল করে মাত্র ১৮ রানের খরচায় ৬টি উইকেট নেন ম্যাচ সেরা সিলস।

এর আগে ম্যাচের শুরুতে ধীরগতির উইকেটে স্পিনারদের কাজে লাগিয়ে ক্যারিবিয়ানদের রান আটকে রেখেছিল পাকিস্তান, বিশেষ করে মোহাম্মদ রিজওয়ান পঞ্চম বোলারের ওভারগুলো চতুরতার সঙ্গে ব্যবহার করছিলেন।

৪৩তম ওভার শেষেও ওয়েস্ট ইন্ডিজের স্কোর ২০০ ছুঁয়নি, কিন্তু হোপের টানা দুটি ছক্কা তাদের রানের গতি বদলে দেয়। এরপর হোপ এবং জাস্টিন গ্রিভস মিলে পাকিস্তানের বোলিংকে চূর্ণবিচূর্ণ করেন, শেষ ৭ ওভারে আসে ১০০ রান। হোপ শতক পূর্ণ করেন দারুণ কভার ড্রাইভে, উঠে আসেন ওয়েস্ট ইন্ডিজের ওয়ানডে সেঞ্চুরির তালিকায় তৃতীয় স্থানে।

৯৪ বলের দলের পক্ষে সর্বোচ্চ ১২০ রানের ইনিংস খেলে অপরাজিত থাকেন হোপ। ১০টি চার ও ৫টি ছক্কায় সাজান নিজের ইনিংস। ২৪ বলে ৪টি চার ও ২টি ছক্কায় ৪৩ রানের বিধ্বংসী ইনিংস খেলেন গ্রিভস।

Comments

The Daily Star  | English

5G goes live, but with few phones to connect

Bangladesh’s long-awaited 5G rollout began this week, but a lack of compatible handsets means the next-generation network is unlikely to see mass adoption anytime soon.

6h ago