বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজের সূচি দিল আফগানিস্তান

সাদা বলের ক্রিকেটের দুই সংস্করণে মুখোমুখি হতে যাচ্ছে বাংলাদেশ ও আফগানিস্তান। আসন্ন এশিয়া কাপের পর সংযুক্ত আরব আমিরাতের মাটিতে আগামী অক্টোবরে হবে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ। দুটি সিরিজেই অনুষ্ঠিত হবে তিনটি করে ম্যাচ।
শনিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে সূচি ঘোষণা করেছে আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এসিবি)। টি-টোয়েন্টি সিরিজ শুরু হবে ২ অক্টোবর। পরের দুটি ম্যাচ যথাক্রমে ৪ ও ৬ অক্টোবর। এরপর ওয়ানডে সিরিজ মাঠে গড়াবে ৯ অক্টোবর। বাকি দুটি ম্যাচ ১১ ও ১৪ অক্টোবর। তবে ভেন্যু ও খেলা শুরুর সময় এখনও চূড়ান্ত করা হয়নি।
এর আগে আরব আমিরাতেই টি-টোয়েন্টি সংস্করণের এশিয়া কাপের গ্রুপ পর্বে মুখোমুখি হবে বাংলাদেশ ও আফগানিস্তান। টুর্নামেন্টটি আগামী ৯ সেপ্টেম্বর শুরু হয়ে ২৮ সেপ্টেম্বর পর্যন্ত চলবে। 'বি' গ্রুপে নিজেদের শেষ ম্যাচে ১৬ সেপ্টেম্বর টাইগাররা মোকাবিলা করবে আফগানদের।
তারিখ | ম্যাচ |
২ অক্টোবর | প্রথম টি-টোয়েন্টি |
৪ অক্টোবর | দ্বিতীয় টি-টোয়েন্টি |
৬ অক্টোবর | তৃতীয় টি-টোয়েন্টি |
৯ অক্টোবর | প্রথম ওয়ানডে |
১১ অক্টোবর | দ্বিতীয় ওয়ানডে |
১৪ অক্টোবর | তৃতীয় ওয়ানডে |
এসিবির প্রধান নির্বাহী কর্মকর্তা জনাব নাসিব খান বলেছেন, 'এই বহুল প্রতীক্ষিত সিরিজে বাংলাদেশকে আতিথ্য দিতে পেরে আমরা গর্বিত। এই সফর আমাদের পারস্পরিক সম্পর্কের দৃঢ়তা এবং নিরপেক্ষ ভেন্যুতেও বিশ্বমানের ক্রিকেট উপহার দেওয়ার জন্য আমাদের যৌথ অঙ্গীকার তুলে ধরে। ভক্তরা উত্তেজনাপূর্ণ ম্যাচ ও সর্বোচ্চ স্তরের লড়াই দেখার জন্য অপেক্ষায় থাকতে পারেন।'
গত বছরের জুলাইতে আফগানিস্তানের বিপক্ষে পূর্ণাঙ্গ সিরিজ খেলার কথা ছিল বাংলাদেশের। ভারতের গ্রেটার নয়দায় অনুষ্ঠিত হওয়ার কথা ছিল দুটি টেস্ট, তিনটি ওয়ানডে ও তিনটি টি-টোয়েন্টি। দুই পক্ষের সম্মতিতে অবশ্য টেস্ট ম্যাচ দুটি পরবর্তীতে বাদ দেওয়ার সিদ্ধান্ত হয়েছিল।
তবে পুরো সিরিজটিই শেষমেশ স্থগিত করা হয়েছিল। কারণ বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) অনুভব করেছিল, ওই সময় ভারতের গ্রেটার নয়দার আবহাওয়া আন্তর্জাতিক ম্যাচ আয়োজনের জন্য উপযুক্ত ছিল না।
Comments