চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্য নিয়েই এশিয়া কাপে যাচ্ছে বাংলাদেশ

এশিয়া কাপকে সামনে রেখে আত্মবিশ্বাসী বাংলাদেশ জাতীয় দল। উইকেটরক্ষক-ব্যাটার জাকের আলী অনিক জানালেন, ব্যক্তিগতভাবে যেমন তার লক্ষ্য শিরোপা জেতা, তেমনি সতীর্থ ক্রিকেটাররাও এখন সেই বিশ্বাসে উজ্জীবিত।
সংযুক্ত আরব আমিরাতে টি-টোয়েন্টি সংস্করণের এশিয়া কাপে চলবে আগামী ৯ থেকে ২৮ সেপ্টেম্বর। 'বি' গ্রুপে বাংলাদেশের সঙ্গী শ্রীলঙ্কা, আফগানিস্তান ও হংকং। ২০ ওভারের ক্রিকেটের এশিয়া কাপ শেষবার হয়েছিল ২০২২ সালে, আরব আমিরাতের মাটিতেই। সেবার শ্রীলঙ্কা ও আফগানিস্তানের কাছে হেরে গ্রুপ পর্ব থেকেই বিদায় নিয়েছিল টাইগাররা।
এশিয়া কাপে এখন পর্যন্ত চ্যাম্পিয়ন হওয়ার স্বাদ মেলেনি বাংলাদেশের। তিনবার ফাইনাল খেলেছে তারা— ২০১২ ও ২০১৮ সালে ওয়ানডে সংস্করণের আসরে এবং ২০১৬ সালে টি-টোয়েন্টি সংস্করণের আসরে। এর মধ্যে দুটি টুর্নামেন্ট (২০১২ ও ২০১৬ সালে) ছিল দেশের মাঠে, বাকিটি আরব আমিরাতে (২০১৮ সালে)।
এশিয়া কাপ সামনে রেখে বর্তমানে প্রস্তুতি ক্যাম্প চলছে বাংলাদেশ দলের। সোমবার দুপুরে মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে সংবাদ সম্মেলনে জাকের বলেছেন, ট্রফির জন্যই খেলতে যাবেন তারা, 'এবার এশিয়া কাপে আমরা চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্যেই যাচ্ছি। এটা ব্যক্তিগতভাবে বলতে পারি যে, আমি চ্যাম্পিয়ন হওয়ার জন্যই যাচ্ছি।'
এই উইকেটরক্ষক-ব্যাটার তুলে ধরেছেন দলে বিরাজমান ইতিবাচক আবহ, 'ড্রেসিং রুমেও সবাই এটা বিশ্বাস করে। বিশেষ করে, আমাদের দলে এখন যে আবহ, সবাই যেমন চেষ্টা করছে, আমরা বিশ্বাস করি, আমরা এবার চ্যাম্পিয়ন হওয়ার জন্য খেলব।'
সবশেষ দুটি টি-টোয়েন্টি সিরিজ জিতেছে বাংলাদেশ। শ্রীলঙ্কায় গিয়ে ২-১ ব্যবধানে জয়ের পর দেশে ফিরে একই ব্যবধানে পাকিস্তানকে হারিয়েছে তারা। এশিয়া কাপের আগে ঘরের মাঠে নেদারল্যান্ডসের বিপক্ষে আরেকটি তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে লিটন দাসের নেতৃত্বাধীন দলটি। সিলেটে আগামী ৩০ আগস্ট শুরু হবে দুই দলের লড়াই।
Comments