বাংলাদেশের বিপক্ষে সিরিজে নেদারল্যান্ডসের স্কোয়াডে আছেন যারা

এশিয়া কাপের প্রস্তুতির অংশ হিসেবে ঘরের মাঠে নেদারল্যান্ডসের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ খেলবে বাংলাদেশ। সেজন্য বুধবার ১৫ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে ডাচরা।
সফরকারীদের যথারীতি নেতৃত্ব দেবেন উইকেটরক্ষক-ব্যাটার স্কট এডওয়ার্ডস। তবে দল ঘোষণায় রয়েছে চমক। দুই অলরাউন্ডার বাস ডি লিডি ও রুলফ ফন ডার মারওয়া এবং ওপেনার মাইকেল লেভিটকে রাখা হয়নি। ফলে নেদারল্যান্ডসের শক্তি বেশ কমে গেছে।
তিন ম্যাচের সিরিজ খেলতে আগামী ২৬ আগস্ট বাংলাদেশে আসবে ডাচরা। ম্যাচগুলো অনুষ্ঠিত হবে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে। আগামী ৩০ আগস্ট মাঠে গড়াবে প্রথম টি-টোয়েন্টি। পরের দুটি ম্যাচ যথাক্রমে ১ ও ৩ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে। প্রতিটি খেলা শুরু হবে সন্ধ্যা ছয়টায়।
দুই দলের মধ্যে স্রেফ দ্বিতীয় দ্বিপাক্ষিক টি-টোয়েন্টি সিরিজ এটি। সবশেষ ২০১২ সালে নেদারল্যান্ডসের মাটিতে দুই দল দ্বিপাক্ষিক টি-টোয়েন্টি সিরিজে মুখোমুখি হয়েছিল। সিরিজটি শেষ হয়েছিল ১-১ ব্যবধানে সমতায়।
টি-টোয়েন্টিতে এখন পর্যন্ত মোট পাঁচবার মুখোমুখি হয়েছে দুই দল। বাংলাদেশের চারটি জয়ের বিপরীতে ডাচদের জয় স্রেফ একটি।
আগামী ৯ থেকে ২৮ সেপ্টেম্বর সংযুক্ত আরব আমিরাতে হবে টি-টোয়েন্টি সংস্করণের এশিয়া কাপ। বাংলাদেশ রয়েছে 'বি' গ্রুপে। তাদের তিন প্রতিপক্ষ শ্রীলঙ্কা, আফগানিস্তান ও হংকং।
নেদারল্যান্ডসের স্কোয়াড:
স্কট এডওয়ার্ডস (অধিনায়ক), ম্যাক্স ও'ডাউড, বিক্রমজিৎ সিং, অনিল নিদামানুরু, নোয়াহ ক্রোস, সাকিব জুলফিকার, রায়ান ক্লেইন, কাইল ক্লেইন, আরিয়ান দত্ত, পল ফন মিকেরেন, শারিজ আহমাদ, বেন ফ্লেচার, ড্যানিয়েল ডোরাম, টিম প্রিঙ্গল ও ফ্রেড ক্লাসেন।
Comments