বাংলাদেশের বিশ্বকাপ দলে অভিষেকের অপেক্ষায় থাকা ঝিলিক

ছবি: বিসিবি

আইসিসি নারী বিশ্বকাপের জন্য ১৫ সদস্যের বাংলাদেশ দল ঘোষণা করা হয়েছে। সেখানে আছেন ৫০ ওভারের ক্রিকেটে অভিষেকের অপেক্ষায় থাকা উইকেটরক্ষক-ব্যাটার রুবাইয়া হায়দার ঝিলিক।

শনিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ঘোষিত স্কোয়াডে চমক আছে আরও। জায়গা পেয়েছেন ১৯ বছর বয়সী সুমাইয়া আক্তার ও ১৭ বছর বয়সী নিশিতা আক্তার নিশি। এখন পর্যন্ত টপ অর্ডার ব্যাটার সুমাইয়া একটি ও অফ স্পিনার নিশিতা দুটি ওয়ানডে খেলেছেন।

নির্বাচকরা বাদ দিয়েছেন দিলারা আক্তার দোলা, জান্নাতুল ফেরদৌস সুমনা ও ইশমা তানজিমকে। তারা গত এপ্রিলে পাকিস্তানের অনুষ্ঠিত ওয়ানডে বিশ্বকাপের বাছাইপর্বে বাংলাদেশ দলের অংশ ছিলেন।

যথারীতি টাইগ্রেসদের নেতৃত্বে আছেন উইকেটরক্ষক-ব্যাটার নিগার সুলতানা জ্যোতি। সহ-অধিনায়কের দায়িত্ব রয়েছে বাঁহাতি স্পিনার নাহিদা আক্তারের কাঁধে। বাকি নিয়মিত ক্রিকেটাররা স্কোয়াডে জায়গা ধরে রেখেছেন।

আগামী ৩০ সেপ্টেম্বর থেকে ২ নভেম্বর পর্যন্ত নারী বিশ্বকাপ হবে ভারত ও শ্রীলঙ্কায় যৌথভাবে। তা সামনে রেখে প্রস্তুতির জন্য সেপ্টেম্বর মাসের শুরুর দিকে সিলেটে ক্যাম্প করবে বাংলাদেশ।

এরপর আগামী ২৩ সেপ্টেম্বর কলম্বোর উদ্দেশ্যে রওনা হওয়ার কথা রয়েছে জ্যোতির দলের। সেখানে ২৫ ও ২৭ সেপ্টেম্বর যথাক্রমে শ্রীলঙ্কা 'এ' দল ও শ্রীলঙ্কার বিপক্ষে দুটি অফিসিয়াল প্রস্তুতি ম্যাচ খেলবে তারা।

আটটি দল নিয়ে আয়োজিত আসন্ন আসরে বাংলাদেশ বাকি সবগুলো দলের বিপক্ষেই খেলবে। আগামী ২ অক্টোবর কলম্বোতে পাকিস্তানের বিপক্ষে ম্যাচ দিয়ে তারা বিশ্বকাপে নিজেদের অভিযান শুরু করবে।

টানা দ্বিতীয়বারের মতো নারী ওয়ানডে বিশ্বকাপ অংশগ্রহণ করতে যাচ্ছে বাংলাদেশ দল। নিউজিল্যান্ডে অনুষ্ঠিত সবশেষ ২০২২ সালের আসরে অভিষেক হয়েছিল তাদের। পাকিস্তানের বিপক্ষে আসা একমাত্র জয়ে আট দলের মধ্যে তারা সপ্তম স্থান পেয়েছিল।

বাংলাদেশ দল:

নিগার সুলতানা জ্যোতি (অধিনায়ক), নাহিদা আক্তার (সহ-অধিনায়ক), ফারজানা হক, রুবাইয়া হায়দার ঝিলিক, শারমিন আক্তার সুপ্তা, সোবহানা মোস্তারি, ঋতু মনি, স্বর্ণা আক্তার, ফাহিমা খাতুন, রাবেয়া খান, মারুফা আক্তার, ফারিহা তৃষ্ণা, সানজিদা আক্তার মেঘলা, নিশিতা আক্তার নিশি ও সুমাইয়া আক্তার।

Comments

The Daily Star  | English

Housing, food may top the manifestos

Panels contesting Ducsu election are signalling key reform priorities in their upcoming manifestos

12h ago