অনন্য উচ্চতায় সাকিব

সাকিব আল হাসান মানেই নতুন নতুন মাইলফলক। এবার টি–টোয়েন্টি ক্রিকেটে এক অনন্য অধ্যায় লিখলেন বাংলাদেশের এই তারকা অলরাউন্ডার। ইতিহাসের প্রথম ক্রিকেটার হিসেবে ছুঁলেন ৭০০০ রান ও ৫০০ উইকেটের ডাবল।

রোববার ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে (সিপিএল) অ্যান্টিগা অ্যান্ড বারবুডা ফ্যালকন্সের হয়ে সেন্ট কিটস অ্যান্ড নেভিস প্যাট্রিয়টসের বিপক্ষে খেলতে নেমেই সাকিব ছুঁলেন এই মাইলফলক। ম্যাচের ১৫তম ওভারে পাকিস্তানের মোহাম্মদ রিজওয়ানকে ক্যাচ ধরে ফেরান তিনি। সেই এক উইকেটেই হয়ে যান টি–টোয়েন্টি ইতিহাসের পঞ্চম বোলার যাঁর উইকেট ৫০০-এর ঘরে।

তবে এখানেই থেমে থাকেননি সাকিব। পরের ওভারেই তুলে নেন কাইল মেয়ার্স ও নাভিন বিদাইসিকে। শেষ পর্যন্ত ৩–১১ বোলিং ফিগার নিয়ে শেষ করেন ম্যাচ, আর উইকেট সংখ্যা দাঁড়ায় ৫০২-এ।

এর আগে চারজন বোলার (রশিদ খান ৬৬০, ডোয়াইন ব্রাভো ৬৩১, সুনিল নারাইন ৫৯০ ও ইমরান তাহির ৫৫৪) ছুঁয়েছেন ৫০০ উইকেটের মাইলফলক। কিন্তু ব্যাট হাতে তাদের কেউই ৭০০০ রান স্পর্শ করতে পারেননি।

শুধু সাকিবই এখন এই বিরল ক্লাবের একমাত্র সদস্য, যেখানে ৭৫৭৪ রানের সঙ্গে নিয়েছেন ৫০২ উইকেট। ডোয়াইন ব্রাভো সবচেয়ে কাছাকাছি গিয়েছিলেন, তবে ক্যারিয়ার শেষ করেছেন ৬৩১ উইকেট ও ৬৯৭০ রান নিয়ে। আন্দ্রে রাসেলও কাছাকাছি, তার সংগ্রহ এখন ৯৩৬১ রান ও ৪৮৭ উইকেট।

সাকিবের বোলিং দাপটে ১৩৩ রানে থামে সেন্ট কিটস অ্যান্ড নেভিস। সহজ টার্গেট ১৯.৪ ওভারেই ৭ উইকেট হাতে রেখে পেরিয়ে যায় অ্যান্টিগা অ্যান্ড বারবুডা। ব্যাট হাতেও ছিলেন কার্যকর। চার নম্বরে নেমে ১৮ বলে ২৫ রান করেন তিনি, যাতে ছিল দুটি ছক্কা ও একটি চার। আউট হওয়ার আগেই দলের জয় অনেকটা নিশ্চিত করে দেন। শেষ পর্যন্ত ম্যাচসেরার পুরস্কারও ওঠে সাকিবের হাতে।

Comments

The Daily Star  | English

High Court gets 25 new judges

SC sources said this is one of the largest batches of appointments to the HC in recent years

47m ago