এশিয়া কাপের ১৯টি ম্যাচের ১৮টি শুরুর সময় পরিবর্তন

ছবি: সংগৃহীত

সংযুক্ত আরব আমিরাতের মাটিতে আসন্ন এশিয়া কাপে সব মিলিয়ে হবে ১৯টি ম্যাচ। যার মধ্যে একটি বাদে বাকি ১৮টি ম্যাচেরই শুরুর সময় পরিবর্তন করা হয়েছে। প্রচণ্ড গরম থেকে ক্রিকেটারদের রক্ষা করতে ৩০ মিনিট পিছিয়ে দেওয়া হয়েছে ম্যাচগুলো।

শনিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে এশিয়া কাপের আয়োজক এমিরেটস ক্রিকেট বোর্ড (ইসিবি)।

আরব আমিরাতে সেপ্টেম্বর মাসজুড়ে তাপমাত্রা অনেক বেশি (৪০ ডিগ্রি সেলসিয়াসের উপরে) থাকার আশঙ্কা রয়েছে। তাই সময়সূচি সংশোধনকে বাস্তবসম্মত সমাধান হিসেবে দেখা হচ্ছে। এই পরিবর্তনের মূল উদ্দেশ্য হলো মহাদেশীয় ক্রিকেটীয় আসরটি আরও নির্বিঘ্নে আয়োজন করা।

আগের সূচি অনুসারে, স্থানীয় সময় সন্ধ্যা ৬টায় (বাংলাদেশ সময় রাত ৮টায়) শুরু হওয়ার কথা ছিল ওই ১৮টি ম্যাচ। পরিবর্তিত সূচিতে, স্থানীয় সময় সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে (বাংলাদেশ সময় রাত ৮টা ৩০ মিনিটে) মাঠে গড়াবে ম্যাচগুলো।

কেবল একটি ম্যাচ শুরুর সূচিতে কোনো বদল আনা হয়নি। আগামী ১৫ সেপ্টেম্বর আবুধাবিতে স্বাগতিক আরব আমিরাত মুখোমুখি হবে ওমানের। সেই ম্যাচটি আগের মতোই স্থানীয় সময় বিকাল ৪টায় (বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টায়) শুরু হবে।

পরিবর্তিত সূচি অনুযায়ী, গ্রুপ পর্বে বাংলাদেশের সবকটি ম্যাচ শুরু হবে স্থানীয় সময় সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে (বাংলাদেশ সময় রাত ৮টা ৩০ মিনিটে)। 'বি' গ্রুপে থাকা টাইগাররা আগামী ১১ সেপ্টেম্বর হংকং, ১৩ সেপ্টেম্বর শ্রীলঙ্কা ও ১৬ সেপ্টেম্বর আফগানিস্তানকে মোকাবিলা করবে। সবগুলো ম্যাচই অনুষ্ঠিত হবে আবুধাবিতে।

আটটি দল নিয়ে টি-টোয়েন্টি সংস্করণের এশিয়া কাপের এবারের আসর আগামী ৯ সেপ্টেম্বর শুরু হয়ে চলবে ২৮ সেপ্টেম্বর পর্যন্ত। 'এ' গ্রুপে আছে ভারত, পাকিস্তান, আরব আমিরাত ও ওমান।

Comments

The Daily Star  | English

Parts of JP HQ set on fire

Protesters linked to Gono Odhikar Parishad demand ban on JP, accuse it of siding with Awami League

3h ago